Midnight Drug Bust Success

নকশালবাড়িতে মাঝরাতে পুলিশের হানা, ভেস্তে গেল ১৪০ গ্রাম ব্রাউন সুগার বড় পাচারের ছক

নকশালবাড়িতে গভীর রাতে বড় সাফল্য পুলিশের। গোপন অভিযানে গ্রেফতার দুই যুবক, উদ্ধার ১৪০ গ্রাম ব্রাউন সুগার। রথখোলায় হাতবদলের ছক ভেস্তে দিয়ে মাদক চক্রের বৃহত্তর নেটওয়ার্কে নজর তদন্তকারীদের।

গ্রেফতার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, নকশালবাড়ি
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৭

নকশালবাড়িতে আবারও সফল অভিযান চালাল পুলিশ। গভীর রাতে মাদক পাচারের বড় ছক ভেস্তে গেল পুলিশের উদ্যোগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রথখোলার একটি হোটেলের পাশের ফাঁকা এলাকায় ব্রাউন সুগার হাতবদল করার পরিকল্পনা ছিল দুই যুবকের। গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছে অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাও করে বলে জানা যায়, কিন্তু শেষ পর্যন্ত দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে ধৃতদের কাছে মেলে মোট ১৪০ গ্রাম ব্রাউন সুগার। এরপরই দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন মাধব ছেত্রী, যিনি পানিট্যাংকির বাসিন্দা। অন্যজন অজয় মণ্ডল, বাড়ি নকশালবাড়ি এলাকায়। তদন্তকারীদের দাবি, মাধব ছেত্রী বাইকে চেপে মাদক বিক্রি করতে এসেছিল অজয় মণ্ডলের কাছে। প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, বহুদিন ধরেই দু’জন এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার সরবরাহ করত।

গ্রেফতারের পর দু’জনকে রাতেই থানায় নিয়ে যাওয়া হয় এবং আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কি না তা দেখা হচ্ছে। মাদক চক্রের বড় কোনও নেটওয়ার্ক নকশালবাড়ি এলাকায় সক্রিয় রয়েছে কি না, তাও খুঁটিয়ে তদন্ত করছে পুলিশ।


Share