School Service Commission

গ্রুপ সি ও ডি নিয়োগে নতুন জট, অযোগ্যদের নাম প্রকাশ হলেও যোগ্যদের তালিকা আটকে, মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে

অযোগ্যদের তালিকা প্রকাশের পরও যোগ্যদের নাম গোপন রাখায় নতুন বিতর্ক। হাই কোর্টের নির্দেশ মানতে অস্বীকার করে এবার সুপ্রিম কোর্টে দৌড় এসএসসি-র। গ্রুপ–সি ও ডি নিয়োগে আইনি জটিলতা আরও ঘনীভূত।

সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০১:৫৪

অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলেও এখনও যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশে অনড় স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যদের নাম প্রকাশে হাই কোর্টের নির্দেশ মানতে নারাজ কমিশন। এই অবস্থায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা করল এসএসসি। ফলে নিয়োগ মামলা ফের পৌঁছে গেল দেশের শীর্ষ আদালতে।

গত ১ ডিসেম্বর বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় চিহ্নিত ‘দাগি’ অর্থাৎ অযোগ্য শিক্ষা কর্মীদের পাশাপাশি যাঁরা ‘দাগি’ নন, সেই যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা ৮ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে নতুন পরীক্ষাপর্বে গ্রুপ সি ও গ্রুপ ডি যোগ্য প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে আবেদন করার সুযোগ দেওয়ারও নির্দেশ ছিল আদালতের। নির্ধারিত সময়সীমার শেষ দিনেও কমিশন যোগ্যদের তালিকা প্রকাশ করেনি। যদিও অযোগ্য ৩৫০০-রও বেশি শিক্ষাকর্মীর নাম কয়েক দিন আগেই ওয়েবসাইটে আপলোড করা হয়।

হাইকোর্টের এই নির্দেশেই আপত্তি জানিয়েছে কমিশন। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ এবং নতুন পরীক্ষায় বয়সে ছাড় দুই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি সুপ্রিম কোর্টে মামলা করে। কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে।

উল্লেখ্য, এ বছরের এপ্রিলে ২০১৬ সালের পুরো নিয়োগ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশে শিক্ষক ও শিক্ষাকর্মী দুই ক্ষেত্রেই বহু নিয়োগ বাতিল হয়। পরে আদালত নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। শিক্ষকদের নতুন পরীক্ষা সম্পন্ন হলেও গ্রুপ–সি ও গ্রুপ–ডি শিক্ষাকর্মীদের পরীক্ষা এখনও বাকি। সেই পরীক্ষায় কোনও ‘অযোগ্য’ ব্যক্তি যাতে অংশ নিতে না পারেন, সেই উদ্দেশ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু যোগ্যদের তালিকা প্রকাশ নিয়েই তৈরি হয়েছে নতুন আইনি জট।


Share