Unity Under Pressure

মুখ্যমন্ত্রীর সফরের আগে কোচবিহারে ‘গোষ্ঠীদ্বন্দ্বে’ নাটকীয় মোড়, একই মিটিং-এ অভিজিৎ–রবীন্দ্রনাথ

মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের আগেই পুরসভার বোর্ড মিটিং করলেন কোচবিহার পুরসভার পুরপ্রধান এবং কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি। গোষ্ঠীদ্বন্দ্বের পর ফের একই মিটিং-এ দেখা গেল তাদের।

অভিজিৎ দে ভৌমিক ও রবীন্দ্রনাথ ঘোষ
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১০:৪৪

মালদা-মুর্শিদাবাদের পর আগামী ৯ ডিসেম্বর কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার রাসমেলার মাঠে হবে এই জনসভা। পাশাপাশি, জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। এই বিষয়েই পুরসভার বোর্ড মিটিং করলেন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এবং কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে শাসকদল শহুরে ভোট পুনরুদ্ধার করতেই নতুন মুখ আনতে চায়। তবে এই রদবদল করা নিয়ে কিছু জায়গার মতো কোচবিহারেও শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথকে ইস্তফার নির্দেশ দেওয়া নিয়ে তৃণমূলের সভাপতি অভিজিতের সঙ্গে মতবিরোধ চলছিল। এরই মাঝে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে একই মিটিংয়ে দেখা গেল রবীন্দ্রনাথ ও অভিজিতকে।

গত কয়েকদিন আগেই অভিজিৎ রবীন্দ্রনাথকে পদত্যাগের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই তাদের মধ্যে সৃষ্টি হয় মতবিরোধ। পুরপ্রধান রবীন্দ্রনাথ জেলা সভাপতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানান। এ ঘটনার পর থেকেই কোচবিহার জেলা তৃণমূল দু’টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে, কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। অপরদিকে, রবীন্দ্রনাথ, পার্থ প্রতিম রায়-সহ তৃণমূলের পুরনো নেতৃত্বরা। এই দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ এতটাই বেড়ে যাওয়ায় রবীন্দ্রনাথ, পার্থ গোষ্ঠী জেলার বহু পুরনো নেতৃত্বদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেন। পাশাপাশি, অভিজিৎ ও উদয়নের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে বহু পুরনো পদাধিকারীদের স্বাক্ষরসহ লিখিত অভিযোগ জানান। 

মুখ্যমন্ত্রীর কাছে ওই চিঠি পাঠানোর পরেই পিছিয়ে যায় জেলা সভাপতি। অভিজিৎ-এর পক্ষ থেকে সেই সময় কোচবিহার পুরসভার কাউন্সিলরদের নিয়ে পৃথকভাবে বৈঠক পর্যন্ত করা হয়। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব রাখা হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর আসার খবর পৌঁছোতেই নিজেকে নিয়ন্ত্রিত করে সোমবার কোচবিহার পুরসভার বোর্ড মিটিংয়ে হাজির হয়ে একই মঞ্চে উপস্থিত ছিলেন অভিজিৎ ও রবীন্দ্রনাথ।


Share