Morphine Traffick Bust

তৃণমূল ছাত্র নেতা গ্রেফতারের পর তদন্তে নেমে ফের সাফল্য, পুলিশের জালে ধরা পড়ল এক মাদক ডিলার

খড়িবাড়িতে মরফিন পাচারকাণ্ডে তৃণমূল ছাত্র নেতার গ্রেফতারের পর আরও এক বড় সাফল্য পুলিশের হাতে। পানিট্যাংকি ফ্লাইওভারের কাছে অভিযান চালিয়ে ধৃত ধনেশ্বর সিংহের কাছ থেকে উদ্ধার ১০২ গ্রাম মরফিন। সীমান্তজুড়ে সক্রিয় মাদকচক্রে তার যোগের অভিযোগ।

আটক অভিযুক্ত মাদক ডিলার
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৬:২৪

মরফিন পাচারের ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতা গ্রেফতার হওয়ার পর তদন্তে নেমে এবার আরও এক মাদক ডিলারকে পাকড়াও করল পুলিশ। বৃহস্পতিবার খড়িবাড়ির পানিট্যাংকি ফ্লাইওভারের কাছে মরফিনের লেনদেন হতে চলেছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযানে নামে এসএসবি। সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১০২ গ্রাম মরফিন। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। পরে ধৃতকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।

এসএসবি-র অভিযোগের ভিত্তিতে তৃণমূলের ছাত্রনেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার তদন্ত নেমেই সামনে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তের সূত্র ধরে পানিট্যাংকি এলাকায় এবার গ্রেফতার করা হয় ধনেশ্বর সিংহকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে খড়িবাড়ি থানার পুলিশ তাকে আটক করে।

অভিযোগ, ধনেশ্বর দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় বসে মাদক পাচারের নেটওয়ার্ক চালাচ্ছিল এবং ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করায় বড় সাফল্য হাতে এল বলেই মনে করা হচ্ছে। পুলিশের দাবি, তৃণমূল ছাত্রনেতার সঙ্গেও ধনেশ্বরের যোগাযোগ ছিল।

শনিবার ধৃত ধনেশ্বর সিংহকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।


Share