TMC Student Leader Arrest

লক্ষাধিক টাকার মাদক হাতবদলের আগেই এসএসবির জালে তৃণমূল ছাত্র নেতা, উদ্ধার ১০২ গ্রাম মরফিন

খড়িবাড়ির পানিট্যাংকি ফ্লাইওভারে মাদক হাতবদলের আগেই এসএসবির হাতে ধরা তৃণমূল ছাত্র নেতা সুরজিৎ সাহা। তার কাছ থেকে উদ্ধার ১০২ গ্রাম মরফিন। লক্ষাধিক মূল্যের মাদকসহ গ্রেফতার অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে।

অভিযুক্ত ব্যক্তি
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৭:২৫

বৃহস্পতিবার রাতে বড়সড় সাফল্য পেল এসএসবি। মাদক হাতবদলের আগেই খড়িবাড়ির পানিট্যাংকি ফ্লাইওভারের কাছে ধরা পড়ল এক তৃণমূল ছাত্র নেতা। এসএসবি সূত্রে জানা গিয়েছে, ওই স্থানে মরফিনের লেনদেন হতে চলেছে। এমন গোপন খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালায় বাহিনী।

ফ্লাইওভার সংলগ্ন এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয় অভিযুক্তকে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ১০২ গ্রাম মরফিন, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। এরপর অভিযুক্তকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।

এসএসবির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়ে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুরজিৎ সাহা। তিনি নকশালবাড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। কলেজের পড়াশোনা শেষ হলেও শাসকদলের একাধিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি সামাজিক মাধ্যমে দেখা গেছে বলে জানান তদন্তকারী আধিকারিকরা।


Share