Death Due to Falling From Height

সেফটি বেল্ট ছাড়াই কাজ! চনন্দননগরে নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু এক মহিলা শ্রমিকের

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার চন্দননগর লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরীর কাজ চলছে। আজ সকালে সেই আবাসনে কাজ করার জন্য বাঁশের ভাড়ায় উঠেছিলেন ওই মহিলা। হঠাৎই অসতর্ক হয়ে সেখান থেকে পরে যান বছর ৪৫ এক মহিলা নির্মান শ্রমিক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, চন্দননগর
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৪:২০

নির্মীয়মান আবাসন থেকে পড়ে মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। মৃতের নাম শ্যামলী বাগ। কর্মীদের অভিযোগ, কোনো সেফটি বেল্ট ছাড়াই পাঁচতলা বিল্ডিংয়ের কাজ করছিলেন তাঁরা। বারংবার বলা সত্বেও প্রোমোটার কোনো ব্যবস্থা নেননি। শ্রমিকের মৃত্যুর পরে হইচই পরে যায় এলাকায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলেও প্রোমোটারের দেখা পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার চন্দননগরের লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরীর কাজ চলছে। সোমবার সকালে সেই আবাসনে কাজ করার জন্য বাঁশের ভাড়ায় উঠেছিলেন ওই মহিলা। হঠাৎই অসতর্ক হয়ে সেখান থেকে পরে যান বছর ৪৫ এক মহিলা নির্মান শ্রমিক। ঘটনার খবর পেয়ে আসে চন্দননগর থানার পুলিশ। হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।

ওই আবাসনের নির্মাণ কর্মীদের অভিযোগ, কোনও রকম সেফটি বেল্ট ছিল না। প্রাণ হাতে করে কাজ করেন তাঁরা। তার জন্যই এত বড় দুর্ঘটনা। এই আবাসনের মালিক অচিন্ত্য দাস ও হারাধন বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার পর তাদের দেখা যায়নি। রাম চক্রবর্তী বলেন, পুরসভার তরফে নির্মাণ কর্মীদের সেফটি সিকিউরিটির ব্যাপারে আগেই বলা হয়েছে এখানে বিষয়টা খতিয়ে দেখতে হবে। এর আগে এই ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এ ব্যাপারেও নেওয়া হবে।


Share