Accused Escaped From Prison

সংশোধনাগার থেকে পলাতক পকসো মামলার আসামি! জেল কর্তৃপক্ষকে থানায় এফআইআর দায়ের করার নির্দেশ মহকুমা শাসকের

এই বিষয়ে শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার জানান, বিষয়টি জানার পর শ্রীরামপুর সংশোধনাগার কর্তৃপক্ষকে থানায় এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দি কীভাবে নিখোঁজ হল সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রীরামপুর সংশোধনাগার
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০২:৪৬

শ্রীরামপুর সংশোধনাগারে থেকে হঠাৎই নিখোঁজ হল এক বন্দি। শনিবার রাতেই ওই আসামি পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আজ, রবিবার বিষয়টি জানাজানি হতেই সংশোধনাগারে শোরগোল পড়ে যায়। পলাতক বন্দির নাম রাজেশ হাতি। এই ঘটনার পরে জেল কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। 

রবিবার সকালে সংশোধনাগারে বন্দি নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়। পুলিশ সূত্রের খবর, রাজেশ হাতি নামে ওই ব্যক্তি পকসো মামলায় অভিযুক্ত। সেই মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের জুন মাস থেকে এই সংশোধনাগারে বন্দি হয়েছিলেন রাজেশ। জেল কর্তৃপক্ষের অনুমান, রাতেই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গিয়েছে রাজেশ। 

এই বিষয়ে শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার জানান, বিষয়টি জানার পর শ্রীরামপুর সংশোধনাগার কর্তৃপক্ষকে থানায় এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দি কীভাবে নিখোঁজ হল সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রীরামপুর সংশোধনাগারের ভিতরে এবং বাইরে সিসি ক্যামেরা রয়েছে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেওয়া হবে। সংশোধনাগার থেকে কীকরে রাজেশ নিখোঁজ হলো বা এর পিছনে অন্য কারোর হাত আছে কি না সেটাই দেখা হচ্ছে।


Share