Dileep Acquitted

শেষমেষ সরলো জীবনের অন্ধকার! আট বছরের লড়াই শেষে বেকসুর খালাস অভিনেতা দিলীপ

প্রায় আট বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর যৌন নির্যাতন মামলায় বেকসুর খালাস পেলেন মালয়ালি অভিনেতা দিলীপ। ২০১৭ সালে কোচিতে এক অভিনেত্রীকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় তিনি অভিযুক্ত হয়েছিলেন। সোমবার কেরলের এক আদালত দিলীপকে মুক্তি দিলেও একই মামলায় ছয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

অভিনেতা দিলীপ কুমার
নিজস্ব সংবাদদাতা, কেরল
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৩:৪২

বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকে প্রায় আট বছর পর স্বস্তির নিশ্বাস নিলেন অভিনেতা দিলীপ। ২০১৭ সালের বহুল আলোচিত যৌন নির্যাতন মামলায় অবশেষে অভিযোগ থেকে মুক্তি। ২০১৬ সালে মুক্তি পায় দিলীপ অভিনীত শেষ ছবি ‘ওয়েলকাম টু সেন্ট্রাল জেল’। তার ঠিক এক বছর পর, ২০১৭-তে এক অভিনেত্রীকে যৌন নির্যাতনে প্ররোচনার অভিযোগে গ্রেফতার হন এই মালয়ালি তারকা। দীর্ঘ আট বছর আদালতে লড়াইয়ের পর অবশেষে ২০২৫ এর শেষের দিকেসমস্ত অভিযোগ থেকে মুক্তি পেলেন দিলীপ। 

ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় হঠাৎই অন্ধকার নেমে এসেছিল দিলীপের জীবনে। ২০১৭ সালের যৌন নির্যাতন মামলায় বেকসুর খালাস পেলেন মালয়ালি অভিনেতা দিলীপ। সোমবার কেরলের একটি আদালত তাঁকে সব অভিযোগ থেকে মুক্ত ঘোষণা করে। তবে একই মামলায় ছয় অভিযুক্তকে গণধর্ষণ, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছে এর্নাকুলামের জেলা ও দায়রা আদালত। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাঁদের বিরুদ্ধে সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল ১১টা নাগাদ বিচারক এই রায় ঘোষণা করেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে কোচিতে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। এক জনপ্রিয় মালয়ালি অভিনেত্রীকে অপহরণের অভিযোগ ওঠে। গাড়ির ভিতরে প্রায় দুই ঘণ্টা ধরে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি দক্ষিণী চলচ্চিত্র মহলে তীব্র আলোড়ন তোলে। ঘটনার তদন্তে মোট ১০ জন অভিযুক্তের নাম সামনে আসে। তাঁদের মধ্যে ছিলেন পালসার সানি, মার্টিন অ্যান্টনি, মণিকন্দন বি ও ভিজেশ ভিপি-সহ আরও অনেকে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়। অভিযোগের মধ্যে ছিল—অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, যৌন নির্যাতন, গণধর্ষণ ও প্রমাণ নষ্ট করা। এই মামলায় অভিনেতা দিলীপ ৮ নম্বর অভিযুক্ত হিসেবে চিহ্নিত ছিলেন।

পুলিশ ২০১৭ সালের এপ্রিলে প্রথম চার্জশিট দাখিল করে। অভিযোগ, জেলবন্দি পালসার সানির চিঠির ভিত্তিতে একই বছরের জুলাইয়ে গ্রেফতার করা হয় অভিনেতা দিলীপকে। তবে অক্টোবরে জামিন মেলে তাঁর। পরে সিবিআই তদন্তের দাবি জানালেও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এই মামলায় বিচার চলাকালীন মোট ২৬১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়, যাঁদের মধ্যে ছিলেন চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্বও।


Share