Fire incident in Siliguri

শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ল দুটি বাড়ি, ঘটনাস্থলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর

শিলিগুড়ির জ্যোতিনগর কলোনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি, ছুটে আসেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। কীভাবে আগুন লাগল, তা জানতে দমকল এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৫

শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের বাগরাকোর্টের এক নম্বর জ্যোতিনগর কলোনি এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সন্ধ্যায় হঠাৎই একটি বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। পরিবারের সদস্যরা কর্মসূত্রে বাইরে থাকায় কেউই ভিতরে ছিলেন না। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতা বেড়ে গিয়ে পাশাপাশি থাকা আরও একটি বাড়িকেও গ্রাস করে।

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। কীভাবে আগুন লাগল, তা জানতে দমকল এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলেই মনে করা হচ্ছে।


Share