Mob Lynching

সাধুর বেশ ধরে গৃহবধূর সোনার চেন হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টা, লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ, যুবককে উদ্ধার করল পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় আশিঘর ফাঁড়ির। উন্মত্ত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ দিন দুপুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০১:৩৭

এক গৃহবধূর গলায় থাকা সোনার চেন হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টা। তার জন‍্য সাধুর বেশ ধরে এসেছিল কয়েক জন যুবক। কিন্তু শেষরক্ষা হল না। স্থানীয়েরা হাতেনাতে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রবিবার দুপুরে শিলিগুড়ির উত্তর একটিয়াশাল এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, এ দিন তিন-চারজন যুবক সাধুর বেশে ঘুরে এলাকায় বেরাচ্ছিল। তারা সুযোগ বুঝে ওই এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে এক গৃহবধূর কাছে জল খেতে চায়। সেই সঙ্গে ভগবানের নাম করে নানান ভবিষ্যৎবাণী শুনিয়ে মহিলাকে বশ করার চেষ্টা করে। এর পরে গৃহবধূ তাদের কথায় প্রভাবিত হয়ে ১০০ টাকা দানও করেন করেন বলে দাবি। 

গৃহবধূর অভিযোগ, সেই সময় যুবকদের মধ্যেই এক যুবক আশীর্বাদের নামে গৃহবধূকে গলার সোনার চেন খুলে দিতে বলে। গৃহবধূরও তার কথামতো মালাটি গলা থেকে খুলে দেন। এর পরেই চেনটি সঙ্গে থাকা খাতার ভেতরে ঢুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। 

সোনার চেনটি ফেরত চাওয়া হলে তা না দিলে শুরু হয় চেঁচামেচি। পরিবারের বাকি সদস্যেরা বাড়ি থেকে বেরিয়ে এসে সাধুর বেশে থাকা যুবককে আটকে তল্লাশি চালায়। তল্লাশিতেই খাতা থেকে বেরিয়ে আসে সোনার চেনটি। ধরা পড়ে যায় যুবক। এর পরেই স্থানীয়েরা তাকে ইলেকট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধর শুরু করে। বিপদ বুঝতে পেরে যুবককে বাকি সঙ্গীরা চম্পট দেয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় আশিঘর ফাঁড়ির। উন্মত্ত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ দিন দুপুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


Share