Special Intensive Revision

সুব্রত গুপ্তের পরে আরও পাঁচ জন আইএএস আধিকারিকে বিশেষ তালিকা পর্যবেক্ষক পদে নিয়োগ করল নির্বাচন কমিশন, ভাগ করে দেওয়া হল দায়িত্ব

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ৩০ নভেম্বর ও ২৭ অক্টোবর কমিশনের জারি করা নির্দেশ অনুযায়ী, তালিকা পুনর্বিবেচনা প্রক্রিয়াকে আরও নিখুঁত করতে এই প্রতিটি ডিভিশন ধরে পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হল। যাতে সব জেলা ও ডিভিশনে তালিকা সংশোধনের একই মানদণ্ড থাকে। ভুল বা দু’বার করে নাম অন্তর্ভুক্তি কার্যকর ভাবে রোধ করা যায়। এ ছাড়াও, যাতে নির্বাচনীনে স্বচ্ছতা আরও বাড়ানো যায়।

আরও আইএএস অফিসারকে নিয়োগ করল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৩:২৪

রাজ‍্যের প্রাক্তন আইএএস অফিসার সুব্রত গুপ্তকে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সোমবার আরও পাঁচজন আইএএস আধিকারিককে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, এই পাঁচ জন আইএএস অফিসার রাজ্যের পাঁটি ডিভিশনে কাজ করবেন। ওই সমস্ত ডিভিশনে এসআইআর-এর কাজ কেমন চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন। যতদিন রাজ্যে এসআইআর-এর কাজ না শেষ হচ্ছে ততদিন তাঁরা এখানেই থাকবেন। 

কমিশন সূত্রের খবর, আইএএস অফিসার নিরজকুমার বানসোড়কে মেদিনীপুর ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পদে কর্মরত রয়েছেন। প্রেসিডেন্সি ডিভিশনের দায়িত্বে এলেন আইএএস অফিসার কুমার রবিকান্ত সিংহ। তিনি প্রতিরক্ষা মন্ত্রকে যুগ্মসচিব পদে কর্মরত রয়েছেন। আইএএস অফিসার কৃষ্ণকুমার নিরালা বর্ধমান ডিভিশনের এসআইআর-এর কাজ দেখভাল করবেন। তিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্মসচিব পদে কর্মরত রয়েছেন।

অন‍্যদিকে, মালদহ ডিভিশনে এসআইআর-এর কাজ দেখবেন আইএএস অফিসার আলোক তিওয়ারি। অলোক অর্থমন্ত্রকে যুগ্মসচিব পদে রয়েছেন। আইএএস অফিসার পঙ্কজ যাদব জলপাইগুড়ি ডিভিশনের দায়িত্বে থাকবেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে যুগ্মসচিব পদে কর্মরত রয়েছেন। 

শুক্রবারের নির্বাচন কমিশনের সমগ্র বেঞ্চের সঙ্গে ১২টি রাজ্যের সিইও-দের সঙ্গে বৈঠক হয়। কমিশন সূত্রের খবর, বৈঠকে এসআইআর-এর প্রক্রিয়ায় তরান্বিত করতে কী কী অসুবিধা হচ্ছে? কোথায় সমস্যা হচ্ছে, কীভাবে তার সমাধান করা হবে, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারি মনোজকুমার আগরওয়ালের সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষকরা রাজ্যে সফর করবেন। পর্যবেক্ষকেরা কোনও অবস্থাতেই স্থানীয় নির্বাচন কর্মীদের কোনও শংসাপত্র দিতে পারবেন না। কাউকে প্রশংসা করার মতো মনে হলে প্রয়োজনে কমিশনে প্রস্তাব পাঠাতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ৩০ নভেম্বর ও ২৭ অক্টোবর কমিশনের জারি করা নির্দেশ অনুযায়ী, তালিকা পুনর্বিবেচনা প্রক্রিয়াকে আরও নিখুঁত করতে এই প্রতিটি ডিভিশন ধরে পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হল। যাতে সব জেলা ও ডিভিশনে তালিকা সংশোধনের একই মানদণ্ড থাকে। ভুল বা দু’বার করে নাম অন্তর্ভুক্তি কার্যকর ভাবে রোধ করা যায়। এ ছাড়াও, যাতে নির্বাচনীনে স্বচ্ছতা আরও বাড়ানো যায়।


Share