TMC Inner Clash

দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে ফেরার পথে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে হামলা, প্রাণে বাঁচতে স্থানীয় ক্লাবে আশ্রয়, পরিস্থিতির সামাল দিল পুলিশ

আক্রান্ত নেতার নাম আমিরুল ইসলাম। আমিরুল হাসনাবাদ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি। তিনি রবিবার রাত প্রায় পৌনে ৯টা নাগাদ একটি দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা তাঁর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার কথায়, হাসনাবাদ থানার অন্তর্গত খোশালের মোড় এলাকার কাছে আসতে তাঁর পথ আটকে দাঁড়ায় পাঁচ দুষ্কৃতী।

হাসনাবাদে তৃণমূল নেতার গাড়িতে হামলা চালানোর অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, হাসনাবাদ
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১০:৩৪

দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতার গাড়িতে হামলা চালানোর অভিযোগ। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, পাঁচ দুষ্কৃতী গাড়িতে হামলা চালিয়েছে। প্রাণে বাঁচতে পাশের ক্লাবে অশ্রু নিয়েছেন বলেও জানিয়েছেন ওই তৃণমূল নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

আক্রান্ত নেতার নাম আমিরুল ইসলাম। আমিরুল হাসনাবাদ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি। তিনি রবিবার রাত প্রায় পৌনে ৯টা নাগাদ একটি দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা তাঁর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার কথায়, হাসনাবাদ থানার অন্তর্গত খোশালের মোড় এলাকার কাছে আসতে তাঁর পথ আটকে দাঁড়ায় পাঁচ দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই তাঁর গাড়িতে ব‍্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

এমনকি কোনও মতে প্রাণ বাঁচিয়ে স্থানীয় একটি ক্লাবের ভিতরে গিয়ে আশ্রয় নেন আমিরুল। কিছু ক্ষণের মধ্যেই এলাকায় আরও লোক জড়ো হয়ে যায়। তাঁর দাবি, সকলে মিলে আমিরুলকে ক্লাব থেকে বার করে মারতে উদ্যত হয়। এই সময়ের মধ্যে তিনি হাসনাবাদ থানায় ফোন করে গোটা ঘটনাটি জানান আমিরুল। সঙ্গে সঙ্গে হাসনাবাদ থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। আমিরুলের অনুগামীরাও পৌঁছোন। রবিবার রাতে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

তৃণমূল নেতা আমিরুল বলেন, ‘‘হাসনাবাদ থেকে বাড়ি ফিরছিলাম। সে সময় পৌনে ৯টা নাগাদ কিছু লোক আমার গাড়ি আটকে ব‍্যাপক ভাঙচুর করে। আমার উপর অতর্কিতে আক্রমণ করা হয়। আমি পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’’ তাঁর কথায়, ওই এলাকার কিছু দুষ্কৃতীর বেশ কিছুদিন ধরেই নানা অপরাধমূলক কাজ করছে। তাদের বিরুদ্ধে তিনি আগেও হাসনাবাদ থানায় অভিযোগ করেছিলেন। তারই প্রতিশোধ নিতে দলবল নিয়ে তারা আমিরুলের উপর চড়াও হয় বলে দাবি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন তৃণমূলের ওই নেতার উপর হামলা চালানো হল, কারা ওই ঘটনায় জড়িত, সে সব খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিজেপির দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দল।


Share