Counterfeit Currency

সোনার বিস্কুটের পর নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হল ভারতীয় মুদ্রার জাল নোট, ধৃত যুবক

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ভীমপুর থানার বাজার এলাকা গুলিতে জাল নোটের কারবার ছড়িয়ে পড়ছে। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার রাতে ভীমপুর থানার পুলিশ ঝোড়পাড়ায় অভিযান চালায়। সেখান থেকেই আসে সাফল্য।

ধৃতের নাম দেবব্রত বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৪১

নদিয়ার সীমান্তবর্তী এলাকায় উদ্ধার জাল নোট। ঘটনাটি ঘটেছে ভীমপুর থানা এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করানো হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ভীমপুরের বাজার এলাকা গুলিতে জাল নোটের খবর আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার রাতে ভীমপুর থানার পুলিশ ঝোড়পাড়ায় অভিযান চালায় পুলিশ। অভিযানে দেবব্রত বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে তিনটি ভারতীয় ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ভীমপুর থানার পুলিশ। ধৃতকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। উদ্ধার হওয়া জাল নোটগুলি ফরেন্সিকের জন্য পাঠানো হতে পারে। এর পাশাপাশি, দেবব্রতের লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই জাল নোটগুলি তিনি পেলেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Share