Fire Incident in Siliguri

শিলিগুড়িতে আইওসি গেটের সামনে তেলের ট্যাংকারে আগুন! টায়ার ব্লাস্টে চাঞ্চল্য, অল্পের জন্য রক্ষা শহর

শিলিগুড়ির আইওসি গেটের সামনে তেলের ট্যাংকারে হঠাৎ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য। টায়ার ব্লাস্ট থেকেই আগুন ছড়ায়। দ্রুত দমকল ও স্থানীয়দের তৎপরতায় বড় বিপর্যয় এড়ানো গেল। কোনও হতাহতের খবর নেই।

এই গাড়িটিতেই অগ্নিকাণ্ড হয়েছে
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৮

শিলিগুড়ির আইওসি গেটের সামনে বৃহস্পতিবার দুপুরে এক তেলের ট্যাংকার গাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটায় মুহূর্তে চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দ্রুত দমকল পৌঁছে যাওয়ায় এবং স্থানীয়দের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আগুনের উৎস হিসেবে একটি টায়ার ব্লাস্ট চিহ্নিত করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, ট্যাংকারটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে পৌঁছেছিল। দীর্ঘ যাত্রার কারণে চাকার রিং অত্যধিক গরম হয়ে পড়ে। 

ট্যাংকারটি তেলের বোঝাই হওয়ায় পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। বিস্ফোরণের শব্দে সবাই ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন। একই সঙ্গে তাঁরা দমকলে খবর দেন।

খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত আইওসি গেটের সামনে এসে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। সেই কারণেই আগুন ছড়ানোর আগেই পরিস্থিতি অনেকটাই সামলানো সম্ভব হয়েছে।

ঘটনাস্থলে পরে পুলিশও পৌঁছে যানজট নিয়ন্ত্রণ করে এবং ট্যাংকারটিকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। দমকল ও পুলিশ যৌথভাবে তেলের ট্যাংকারে আগুন লাগার কারণের বিস্তারিত তদন্ত শুরু করেছে।  

তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি এবং বড় ধরনের বিপর্যয় অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে।


Share