Bangladesi Arrested

সীমান্ত বাঁশ বাগানের ঝোপ দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা নদিয়ায়, এসআইআর আবহে ফের গ্রেফতার বাংলাদেশি যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নাম মনিরুল সেখ। বাংলাদেশের মুজিবনগর থানার সোনাপুর মাচাপড়া এলাকার বাসিন্দা মনিরুল। গতকাল ধৃত ওই বাংলাদেশিকে চাপড়া পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

ধৃতের নাম মনিরুল শেখ।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৬

ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। শনিবার সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল কয়েক জন বাংলাদেশি। নজরে আসে সীমান্তরক্ষী বাহিনীর। বাকিরা পালিয়ে গেলেও একজন যুবককে আটক করে বিএসএফ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, প্রতিদিনের মত চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তে হৃদয়পুর এলাকায় টহল দিচ্ছিলেন সীমান্তরক্ষী বাহিনী জওয়ানেরা। সূত্রের খবর, কয়েক জন যুবক বাঁশ বাগানের ভিতর থেকে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। নজরে আসতেই ছুটে যায় বিএসএফের জওয়ানেরা। এর জনকে ধরতে পারলে বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। বিএসএফ তাকে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নাম মনিরুল সেখ। মনিরুল বাংলাদেশের মুজিবনগর থানার সোনাপুর মাচাপড়া এলাকার বাসিন্দা। সূত্রের খবর, ওই যুবক বাংলাদেশ থেকে ভারতে আসার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। গতকাল শনিবার ধৃতকে বাংলাদেশি যুবককে চাপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতকে আজ কৃষ্ণনগর আদালতে পাঠায় পুলিশ। কী কারণে এই দেশে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করছিল ধৃত যুবক, তা জানার চেষ্টা করছে পুলিশ। সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share