Fire At Night Club

মধ্যরাতে গোয়ার নাইটক্লাবে সিলিন্ডার ফেটে আগুন, পর্যটক-সহ মৃত কমপক্ষে ২৫ জন, হাসপাতালে ভর্তি ছ’জন, ঘটনাস্থলে ফরেন্সিকের দল

এই বিষয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, “তিন জন আগুনে ঝলসে মারা গিয়েছেন। বাকিরা ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে তিন থেকে চার জন পর্যটক রয়েছেন।” যদিও মুখ্যমন্ত্রী প্রমোদ তাঁদের বয়স এবং তারা ভারতীয় না বিদেশি তা নিশ্চিত করেননি।

গোয়ার নাইটক্লাবে আগুন।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০১:৫৪

মধ‍্যরাতে নাইটক্লাবে চলছিল পার্টি। সেই সময় কিচেনে সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গোয়ার। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ছ’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিকের দল।

জানা গিয়েছে, উত্তর গোয়ার আরপোরার একটি নাইটক্লাবে মধ‍্যরাত পর্যন্ত পার্টি চলছিল। সেখানে পর্যটকেরা নাইট পার্টিতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই কিচেনের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আর তা থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ আধিকারিকেরা পৌঁছোয়। 

আগুন নিয়ন্ত্রণে আনার পরে শুরু হয় উদ্ধারকাজ। প্রথমেই একে একে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে মোট ২৫ জন এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন। ছ’জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে গোয়া পুলিশের ডিজি অলোক কুমার জানান, ওই নাইটক্লাবের একতলায় কিচেনের পাশে আগুন ছড়িয়ে পড়েছিল। বেশিরভাগ মৃতদেহ কিচেনের আশেপাশ থেকেই উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই নাইট ক্লাবের কর্মী।

এই বিষয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, “তিন জন আগুনে ঝলসে মারা গিয়েছেন। বাকিরা ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে তিন থেকে চার জন পর্যটক রয়েছেন।” যদিও মুখ্যমন্ত্রী প্রমোদ তাঁদের বয়স এবং তারা ভারতীয় না বিদেশি তা নিশ্চিত করেননি। 


Share