Fake NIA Racket

এনআইএ লোগো জ্যাকেট-সহ নকল পরিচয়পত্র উদ্ধার, গ্রেফতার মিথলেশ সিংহ নামে আরও এক

শিলিগুড়িতে ভুয়ো এনআইএ অফিসার সেজে প্রতারণা! গোয়েন্দা এবং এসওজির যৌথ অভিযানে ধরা পড়ল চক্রের চতুর্থ সদস্য মিথলেশ সিংহ। উদ্ধার এনআইএ লোগো দেওয়া জ্যাকেট–সহ ভুয়ো পরিচয়পত্র। এই চক্রের নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে বলে অনুমান।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৪১

ভুয়ো এনআইএ আধিকারিক পরিচয়ে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা এবং স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)। ধৃতের নাম মিথলেশকুমার সিংহ। ধৃত শিব মন্দির এলাকায় বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সে নিজেকে ‘স্বেচ্ছাসেবী অবসরপ্রাপ্ত এনআইএ আধিকারিক পরিচয় দিয়ে বেশ কিছু মানুষের সঙ্গে প্রতারণা করত।

ঘটনার সূত্রপাত ২২ নভেম্বর। চটহাটের বাসিন্দা রাহুল ঘোষ মেডিকেল আউটপোস্টে লিখিত অভিযোগ করেন, কয়েক জন ব্যক্তি এনআইএ অধিকারিক পরিচয়ে তাঁকে গ্রেফতার করার ভয়দেখিয়ে অর্থ আদায় করে নিয়েছে। অভিযোগ হাতে পেয়েই তদন্তে নামে গোয়েন্দারা। সেদিন রাতেই শিলিগুড়ির গোয়েন্দা–এসওজি যৌথ দল তিন অভিযুক্ত এহসান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়কে গ্রেফতার করে। পরদিন ২৩ নভেম্বর তাঁদের শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রের খবর, জেরায় চক্রের আরেক সদস্য মিথলেশের নাম উঠে আসে। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও সে পুলিশের হাত এড়িয়ে যায়। অবশেষে গোপন সূত্রে খবর মেলে যে মিথলেশ শিব মন্দিরের নিজের বাড়িতে ফিরেছে। এরপর বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে এনআইএ-র লোগো লাগানো জ্যাকেট এবং বিএসএফ-এর সন্দেহভাজন পরিচয়পত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, জেরা চলাকালীন মিথিলেশ একাধিক দাবি করেছে। কখনও নিজেকে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী, কখনও আবার বাবাকে বিএসএফের অবসরপ্রাপ্ত কর্মী বলে পরিচয় দিয়েছে।

আজ মিথলেশকে শিলিগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ। আরও তথ্য জানার জন্য তার পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রতারণা চক্রের নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা।তদন্ত চলছে।


Share