Vikram Bhatt Arrested

সিনেমায় ৩০ কোটি টাকা বিনিয়োগের বিনিময়ে মিলবে ২০০ কোটি টাকা! প্রতারণা অভিযোগে গ্রেফতার বলিউডের চিত্র পরিচালক বিক্রম ভট্ট

রবিবার রাজস্থান ও মুম্বই পুলিশের যৌথভাবে বিক্রম ভট্ট, তাঁর স্ত্রী-সহ ছ’জনের খোঁজে অভিযানে নামে। মুম্বইয়ে শালিকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রাজস্থান পুলিশ বান্দ্রা কোর্টে ট্রানজিট রিমান্ড চেয়ে আবেদন জানাতে পারে। তার পরেই বিক্রম ভট্টকে উদয়পুরে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে গিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বলিউড পরিচালক বিক্রম ভট্ট গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১০:৪৬

অবশেষে গ্রেফতার বলিউডের চিত্র পরিচালক বিক্রম ভট্ট। বিক্রম-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল উদয়পুর পুলিশ। বিক্রম, তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভট্ট-সহ আট জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি আইভিএফ সংস্থার মালিককে আর্থিক প্রতারণা করেছেন। রাজস্থান পুলিশ এবং মুম্বই পুলিশ যৌথভাবে অভিযান চালায় বিক্রমের শালিকার বাড়িতে।

ইন্দিরা আইভিএফ সংস্থা মালিক তথা চিকিৎসক অজয় মুরদিয়ার সঙ্গে ৩০ কোটি টাকা আর্থিক প্রতারণা করেছেন বিক্রম ভট্ট, তাঁর স্ত্রী শ্বেতাশ্বরী ভট্ট-সহ আট জন। অভিযোগ নিয়ে উদয়পুর পুলিশের দ্বারস্থ হন তিনি। এর পরেই ভোপালপুরা পুলিশ অভিযুক্তদের ৮ ডিসেম্বরের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়, অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে যেতেও নিষেধ করা হয়। তার পরেও হাজিরা না দিলে লুকআউট নোটিস জারি করা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে ইন্দিরা আইভিএফ-এর মালিক তথা চিকিৎসক অজয় মুরদিয়া তাঁর প্রয়াত স্ত্রীকে নিয়ে একটি ছবি বানানোর চিন্তা করেন। এর পরে তিনি এই সংজ্ঞা পরামর্শের জন্য দীনেশ কাটারিয়ার সঙ্গে যোগাযোগ করেন। দীনেশই অজয় মুরদিয়াকে নিয়ে মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওতে যান। সেখানেই বলিউড পরিচালাক বিক্রম ভট্টের সঙ্গে দেখা করেন।

ইন্দিরা আইভিএফ-এর মালিকের অভিযোগ, অভিযুক্ত বিক্রম সিনেমায় ৩০ কোটি টাকা বিনিয়োগের জন‍্য অজয়কে বলেন। ভট্টের চলচ্চিত্র প্রকল্পে ৩০ কোটির বিনিময়ে ২০০ কোটি টাকার আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। ভট্ট জানান, যে তাঁর স্ত্রী ও মেয়ে কৃষ্ণা চলচ্চিত্র তৈরির কাজ করবেন। তিনি অজয় মুরদিয়াকে দ্রুত টাকা ছাড়ার অনুরোধ করেন। জালিয়াতি মামলায় বিক্রম ভট্টের মেয়ে কৃষ্ণার নামও জড়িয়েছে। বাকিরা হলেন, দিনেশ কাটারিয়া, মেহবুব আনসারি, মুদিত বুটাট্টন, গঙ্গেশ্বরলাল শ্রীবাস্তব এবং অশোক দুবে। উল্লেখ্য, অশোক দুবে ডিএসসি চেয়ারম্যান ও ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সাধারণ সম্পাদক।

রবিবার রাজস্থান ও মুম্বই পুলিশের যৌথভাবে বিক্রম ভট্ট, তাঁর স্ত্রী-সহ ছ’জনের খোঁজে অভিযানে নামে। মুম্বইয়ে শালিকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রাজস্থান পুলিশ বান্দ্রা কোর্টে ট্রানজিট রিমান্ড চেয়ে আবেদন জানাতে পারে। তার পরেই বিক্রম ভট্টকে উদয়পুরে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে গিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।


Share