A Part of Old House Collapsed

বউবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, গুরুতর জখম এক প্রৌঢ়

রবিবার সকালে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ১০৭ নম্বর বাড়িটির একাংশ ভেঙে পড়ে। পুরোনো ওই বাড়িটি চার তলা। এই ঘটনায় আহত হন পাপ্পু সিং নাম এক ব্যক্তি। তাঁর বয়স ৫৯ বছর। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিশ্বরূপ দে, কলকাতা মেট্রোর আধিকারিকেরা

হুরমুরিয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৪৯

কলকাতার বৌবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। রবিবার সকালে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। বাড়ির ছাদের চাঙড় পড়ে জখম হলেন এক প্রৌঢ়। তৎক্ষণাৎ তাঁকে তাঁকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনও যায়।

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ১০৭ নম্বর বাড়িটির একাংশ ভেঙে পড়ে। পুরোনো বাড়িটি চারতলা। জখম ব‍্যক্তির নাম পাপ্পু সিংহ। বয়স ৫৯ বছর। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর বিশ্বরূপ দে এবং কলকাতা মেট্রো রেলের আধিকারিকেরা।

বৌবাজারের দুর্গা পিতুরি লেনের নীচ দিয়ে গিয়েছে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট রুটের লাইন। এই লাইনের মাধ্যমে জুড়েছে ধর্মতলা থেকে শিয়ালদহ। স্থানীয়দের একাংশ অভিযোগ করেছিলেন, এই লাইনে মাটির নীচ দিয়ে মেট্রো চলাচলের কারণে স্থানীয় বাড়িগুলির একাংশে ফাটল দেখা দিয়েছে। সেই দুর্গা পিতুরি লেনের পাশের রাস্তায় ভেঙে পড়েছে বাড়ির একাংশ। যে বাড়িটি ভেঙে পড়েছে, সেটি বেশ পুরনো বলে জানা গিয়েছে।


Share