Child Dies in Wall Collapse

বাঁকুড়ায় নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ভেঙে তিন বছরের শিশুর মৃত্যু, তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ

বাঁকুড়ার গড় গ্রামে নির্মীয়মাণ দেওয়ালের ইট পড়ে তিন বছরের রোহন লোহার মারা গেছেন। খেলার সময় কাঁথায় টান মারতেই দুর্ঘটনা ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে, স্থানীয়রা নির্মাণস্থলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

কান্নায় ভেঙে পড়েছে পরিবার
নিজস্ব সংবাদদাতা, জয়পুর
  • শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৫:২৩

বাঁকুড়ার জয়পুর থানার গড় গ্রামে নির্মীয়মাণ বাড়ির দেওয়ালের অংশ ভেঙে মৃত্যু হল তিন বছরের রোহন লোহার নামে এক শিশুর। শনিবার দুপুরে হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গড় গ্রামের বাসিন্দা ঝন্টু লোহার বাড়ির পাশে বহুদিন ধরে নতুন বাড়ি তৈরি করছেন প্রতিবেশী জগন্নাথ কোটাল। নির্মীয়মাণ দেওয়ালের ইটের ফাঁকে বাঁশ লাগিয়ে সেখানে কাঁথা শুকোতে দিয়েছিলেন এক স্থানীয় ব্যক্তি।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, খেলার ছলে রোহন বাইরে বেরিয়ে এসে সেই শুকোতে দেওয়া কাঁথায় টান মারতেই হুড়মুড়িয়ে দেওয়ালের ইট ভেঙে পড়ে তার মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে শিশু। রোহনের মা রচনা লোহার জানান, খেয়ে উঠে বাইরে দাঁড়িয়েছিলেন। ছেলে বলল কার্টুন দেখবে। এর মধ্যেই কাঁথায় টান দিতেই মাথায় ইট পড়ে যায়। ছেলের শরীর সঙ্গে সঙ্গেই নিস্তেজ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নির্মাণস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।


Share