Fake Currency Arrest

হস্তান্তরের আগেই গ্রেফতার পাচারকারী, মালদহে প্রায় ১০ লক্ষ জাল নোট সমেত ধৃত হানিফ

মালদহে জাল নোট সহ গ্রেফতার এক পাচারকারী। উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকা। সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হবে।

উদ্ধার হওয়া জাল নোট।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১২:১৫

মালদহে ফের জাল নোট চক্রের সক্রিয়তার প্রমাণ মিলল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ইংরেজবাজার থানার বেকি এলাকা থেকে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম হানিফ শেখ (২৬)। বাড়ি বৈষ্ণবনগর থানার শবদলপুর এলাকায়। বাবা ফেরাজুল শেখ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ জাল নোট হস্তান্তরের জন্য অপেক্ষা করছিল হানিফ শেখ। অন্য এক পাচারকারীর সঙ্গে লেনদেনের আগেই পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায়। সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা হানিফকে আটক করা হলে তার হেফাজত থেকে ২০ বান্ডিল জাল নোট মেলে, সবই ৫০০ টাকার। মোট উদ্ধার হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা।

উদ্ধার হওয়া জাল নোট কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল পাচারকারী, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তার তদন্তে ধৃতকে সোমবার পুলিশি হেফাজত চেয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।


Share