Mamata Slams IndiGo Chaos

ইন্ডিগো বিভ্রাটের দায় কেন্দ্রের ওপর, পরিকল্পনা ছাড়াই এফডিটিএল নীতি চালু, তোপ মমতার

ইন্ডিগো উড়ান বিপর্যয়ের জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ নীতি কোনও পরিকল্পনা ছাড়া চালু করা হয়েছে। যাত্রীদের ক্ষতিপূরণ ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার দাবি তুললেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৫

ইন্ডিগো-র বিমান পরিষেবায় চলা বিভ্রাটের জন্য কেন্দ্রকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কোনও পরিকল্পনা ছাড়াই ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ নীতি কার্যকর করায় এই বিপর্যয় তৈরি হয়েছে।

সোমবার কোচবিহারে সভায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, ‘পাইলট বা ক্রুদের বিশ্রামের প্রয়োজন, এই বিষয়টি আমিও মনে করি। কিন্তু কোনও নতুন নীতি কার্যকর করতে হলে পরিকল্পনার প্রয়োজন রয়েছে। এই নীতি প্রয়োগের আগে সরকারের পরিকল্পনার উপরে জোর দেওয়া উচিত ছিল। মানুষের কাছে সময় খুব দামি। গত কয়েকদিন ধরে বহু যাত্রীকে হেনস্থা হতে হচ্ছে। সরকারের কাছে অনুরোধ, আগে পরিকল্পনা করুন। প্রয়োজনে বিকল্পের ব্যবস্থা করুন এবং সেই সুবিধা যাতে মানুষের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করুন।’

মমতার অভিযোগ, ‘ওরা শুধু নির্বাচন নিয়ে ভাবে। মানুষের সুবিধা অসুবিধার কথা ভাবে না।’ যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলেন তিনি। পাশাপাশি প্রভাবিত যাত্রীরা চাইলে আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও স্মরণ করিয়ে দেন।

ইন্ডিগো পরিষেবার বিপর্যয়ের মূল কারণ হিসাবে গত সপ্তাহে ডিজিসিএ-র প্রয়োগ করা এফডিটিএল বিধিকেই দায়ী করা হয়েছিল। দুই দফায় কার্যকর হওয়া এই নিয়মের দ্বিতীয় ধাপ নভেম্বর থেকে চালু হয়, যাতে পাইলট ও বিমানকর্মীদের বিশ্রামের সময়সীমা ও অন্যান্য নির্দেশিকাকে আরও কঠোর করা হয়েছিল। এর জেরে ইন্ডিগোর বহু উড়ান বাতিল হয়, পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে পরে ডিজিসিএ জরুরি ভিত্তিতে কিছু বিধি শিথিল করে। পাইলটদের সাপ্তাহিক ৪৮ ঘণ্টা বাধ্যতামূলক বিশ্রামের নিয়ম আংশিক প্রত্যাহার করা হয়, ছুটির সময় সেই বিশ্রামের মধ্যে যুক্ত করার অনুমতি দেওয়া হয়। নাইট অপারেশন সম্পর্কিত কিছু নিয়মও শিথিল করা হয়।


Share