Mahakal Temple Project Starts

উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের তোড়জোড়, মুখ্যসচিবের নেতৃত্বে ট্রাস্ট গঠন, জমি পরিদর্শনে গৌতম দেব

দীঘার পর এবার শিলিগুড়িতে ১৭.৪ একর জমিতে তৈরি হবে মহাকাল মন্দির! মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, মেয়র গৌতম দেব আজ জমি পরিদর্শনে গিয়ে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিলেন।

ঘটনাস্থলে গৌতম দেব সহ একাধিক আধিকারীকেরা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৩

দীঘায় জগন্নাথ মন্দিরের পর এবার উত্তরবঙ্গে শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে মহাকাল মন্দির। গত মাসের ১০ তারিখে উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির তৈরির কথা ঘোষণা করেন। তিনি জানান, মহাকাল মন্দিরের জন্য ১৭.৪ একর জমি চিহ্নিত হয়েছে এবং ক্যাবিনেটে এ বিষয়ে আলোচনা ও মঞ্জুরি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান যে মহাকাল মন্দির নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং মুখ্যসচিবের নেতৃত্বে একটি ট্রাস্টও তৈরি করা হয়েছে।

​এদিন সেই প্রস্তাবিত জমি পরিদর্শন করতে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক আধিকারিক।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, তাঁরা আজ জমিটি সরেজমিনে পর্যবেক্ষণ করতে এসেছেন। তিনি নিশ্চিত করেন যে, ইতিমধ্যেই জায়গাটির সার্ভে সম্পন্ন হয়েছে এবং জমি পরিষ্কারের কাজও শুরু হয়েছে। মেয়র আশ্বাস দেন যে খুব দ্রুত মহাকাল মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে।


Share