Murder in Forest

নোদাখালিতে জঙ্গলে মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগে আটক বিজেপি নেতা-সহ দুই

নোদাখালিতে মহিলার রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার। ধর্ষণের পর খুনের অভিযোগে এলাকায় চাঞ্চল্য। দু’জন আটক। পুলিশের বিশেষ দল তদন্তে নেমেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনার
  • শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৫:২০

দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে জঙ্গল থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত অর্ধনগ্ন দেহ। শনিবার গভীর রাতে রানিয়ার বিদিরা এলাকায় স্থানীয় বাসিন্দারা বছর চল্লিশের ওই মহিলাকে দেখতে পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে বাড়ির কাজ সেরে বাইরে বেরিয়েছিলেন ওই মহিলা। কিছু ক্ষণ পরই বাড়ির লাগোয়া জঙ্গলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। খবর পেয়ে নোদাখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিবারের দাবি, জঙ্গলের ভেতর রক্তের চিহ্নও মিলেছে, সেখানেই তাঁকে টেনে নিয়ে গিয়ে নির্যাতন ও খুন করা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে এলাকায় বাহিনী মোতায়েন করেছে পুলিশ। দু’জনকে আটক করা হয়েছে, যার মধ্যে এক জন স্থানীয় বিজেপি নেতা বলে দাবি করেছে এলাকাবাসী। অপর জন নাবালক। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যদিও পুলিশ বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তাদের বক্তব্য, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়।

মৃতার পরিবার দাবি করেছে, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক অনুমান, পরিচিত কেউই মহিলাকে জঙ্গলে ডেকেছিল। ফরেন্সিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ ও সময় নিয়ে পরিষ্কার ধারণা মিলবে বলে মনে করছে তদন্তকারী দল।


Share