Friend Allegedly Murdered His Friend

স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক! বাড়িতে মদ‍্যপান করতে ডেকে বন্ধুকে কুপিয়ে খুন করল স্বামী, হাওড়ায় গ্রেফতার অভিযুক্ত

স্থানীয় বাসিন্দা মামনি গায়েন বলেন, "যখন তখন দু’জনে পাড়ার এই ফ্ল্যাটে মদ্যপান করত। ওদের জ্বালায় প্রতিবেশীরা অতিষ্ট হয়ে উঠেছিল। প্রায়শই এদের জন্য পাড়ায় অশান্তি হত।"

বন্ধুকে কুপিয়ে খুনের অভিযোগ হাওড়ায়।
নিজস্ব সংবাদদাতা, শিবপুর
  • শেষ আপডেট:১৮ অক্টোবর ২০২৫ ০১:৪৬

বন্ধুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। প্রতিশোধ নিতে মদ‍্যপানের নাম করে বন্ধুকে বাড়িতে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম বিকাশ চৌধুরী। ঘটনাটি ঘটেছে হাওড়ার গণেশ মাঝি লেনে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। 

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকাশ চৌধুরী তার বন্ধু রবি প্রসাদকে নিজের ফ্ল্যাটে মদ‍্যপানের জন্য ডাকে। দু’জন মিলে অতিরিক্ত মদ্যপানও করে। এর পরেই বিকাশ রবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন। রবি সেখান থেকে পালাতে গেলে সিঁড়িতেই পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

স্থানীয় বাসিন্দা মামনি গায়েন বলেন, "যখন তখন দু’জনে পাড়ার এই ফ্ল্যাটে মদ্যপান করত। ওদের জ্বালায় প্রতিবেশীরা অতিষ্ট হয়ে উঠেছিল। প্রায়শই এদের জন্য পাড়ায় অশান্তি হত।" 

ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মাসখানেক আগে রবি প্রসাদ তার বন্ধু বিকাশ চৌধুরীর স্ত্রীকে নিয়ে ন’মাস আগে পালিয়ে বিয়ে করেন। সেই সংক্রান্ত আলোচনা করতে বিকাশ রবিকে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ডাকে। তখনই বিবাদ চরমে উঠলে ঘটনাটি ঘটে। তবে বিকাশের সঙ্গে তার স্ত্রীর আইনগত ভাবে বিচ্ছেদ হয়েছে কি না সেই বিষয়ে নিশ্চিত করেনি পুলিশ।

পুলিশ সূত্রের খবর, সমস্ত এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিকাশ চৌধুরীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। ধৃত বিকাশ খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।


Share