Accident Took Place At Kolkata

রাতে বন্ধুদের সঙ্গে খেতে বেরিয়ে দুর্ঘটনা হেস্টিংসে, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু নাবালিকার, জখম চালকও

রিয়া এবং অঙ্কিতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। রিয়ার আঘাত গুরুতর ছিল। চেষ্টা করেও নাবালিকাকে বাঁচানো সম্ভব হয়নি। অঙ্কিতের আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরে ওই নাবালককে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৭ অক্টোবর ২০২৫ ০৬:৪৬

রাতের বেলা নাবালিকা তার বন্ধুদের সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ল তাদের মোটরবাইক। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতে হেস্টিংস থানা এলাকার ঘটনাটি ঘটেছে।

মৃতার নাম রিয়া সোনকর। বাড়ি হাওড়ার সালকিয়ায়। ১৭ বছর বয়স। বাধাঘাটের একটি স্কুলে দশম শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রিয়া এবং তার বন্ধুদের নিয়ে কলকাতার খাবার খেতে আসছিলেন। অঙ্কিত মিশ্র বলে এক বন্ধুর মোটরবাইকের পিছনে বসেছিলেন। ভবানীপুরের একটি ধাবায় খাবার খেতে আসার কথা ছিল। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ‍্যরাত ১২টা ৫ মিনিট নাগাদ হেস্টিংস থানার বিবেকানন্দ পার্কের কাছে হসপিটাল রোডে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে চাকা পিছলে পড়ে যায়। বেশ খানিকটা দূরে গিয়ে পড়ে তারা। পুলিশ সূত্রের খবর, এদের কারোর মাথায় হেলমেট ছিল না। তাদের সঙ্গে থাকা বাকি বন্ধুরা কর্তব্যরত পুলিশকর্মীকে জানায়। 

রিয়া এবং অঙ্কিতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। রিয়ার আঘাত গুরুতর ছিল। চেষ্টা করেও নাবালিকাকে বাঁচানো সম্ভব হয়নি। অঙ্কিতের আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরে ওই নাবালককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফের রাতের বেলা শহরের রাস্তায় বিনা হেলমেটে চালানো মোটরবাইক দুর্ঘটনার পরে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। 


Share