car loses control and hits toto

নিয়ন্ত্রণ হারিয়ে টোকে ধাক্কা মারল গাড়ি, গুরুতর জখম চালক-সহ তিন মহিলা

চুঁচুড়া স্টেশন থেকে সুগন্ধার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি টোটো। দুটি গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে। পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে টোটো চালাত যুবক। তার মধ্যেই এই বিপত্তি।

নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট:০৭ অক্টোবর ২০২৫ ০৫:৩০

সাতসকালে দুর্ঘটনা চুঁচুরায়। সেখানে একটি টেকে সরে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনায় গুরুতর জখম হয়েছে টোটো চালক-সহ চারজন মহিলা। দু’টি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে চুঁচুড়া স্টেশন থেকে সুগন্ধার দিকে যাচ্ছিল টোটোটি। মাঝপথেই একটি একটি মারুতি সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টিটোটিকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় টোটো এবং মারুতি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পুলিশ গাড়ির চালককে ইতিমধ্যেই আটক করেছে। 

দুটি গাড়িকে ক্রেন দিয়ে সরান হয়েছে।

এ দিনের ঘটনায় টোটোর চালক-সহ চারজন গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়। তারা বর্তমানে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রের খবর, টোটো চালকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। বাকি তিনজন মহিলার অবস্থা স্থিতিশীল।

পরিবার সূত্রের জানা যায়, “আগে সে মুম্বাইতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। বছর দেড়েক আগে গ্রামে ফিরে টোটো কিনে চালাচ্ছিলেন। তার মধ্যেই এই বিপত্তি।”


Share