One Girl Was Missing From Ganga Ghat

মহালয়ার সকালে বাবা-মার সঙ্গে এসে গঙ্গা তলিয়ে গেল খড়্গপুরের নাবালিকা, ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি

সকালে ওই নাবালিকা বাবা, মা এবং আত্মীয়দের সঙ্গে উলুবেড়িয়ার কালীবাড়ি গঙ্গার ঘাটে এসেছিলেন। নাবালিকার খোঁজ পাওয়া যায়নি। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান জারি।
নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া
  • শেষ আপডেট:২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৬

রবিবার মহালয়ার দিনে সকাল থেকে গঙ্গার ঘাটে চলছে তর্পণ। বাবা-মার সঙ্গে গঙ্গায় এসে তলিয়ে গেল এক নাবালিকা। হাওড়ার উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দল। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। যদিও এখনও নাবালিকার খোঁজ পাওয়া যায়নি।

ওই নিখোঁজ নাবালিকার বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের খোলাবাজার এলাকায়। এ দিন সকালে ওই নাবালিকা বাবা, মা এবং আত্মীয়দের সঙ্গে উলুবেড়িয়ার কালীবাড়ি গঙ্গার ঘাটে এসেছিলেন। জানা গিয়েছে, সেই সময় জোয়ার ছিল। সেই স্রোতের টানে চারজন ভেসে যায়। চিৎকার শুরু হয়। ঘাটে বাকি যারা তর্পণ করতে এসেছিল, চিৎকার শুনে ছুটে আসেন। 

স্থানীয়েরাই বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেন। দেরি না করে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যেরা ঘটনাস্থলে আসেন। নামানো হয় ডুবুরি। সেই ডুবুরি নামিয়ে তিন জনকে উদ্ধার করা গেলেও নাবালিকার খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে।

মহালয়ার দিনে এমন ঘটনার খবর পেয়ে উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব ঘটনাস্থলে আসেন। তিনি নাবালিকাকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসনের তরফে মহালয়ার দিনে গঙ্গার ঘাটগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্তের কথা বলা হয়েছিল। কিন্তু এ দিনের ঘটনার পরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


Share