Outsiders At Bhavanipore Assembly

ভবানীপুরে বস্তি ভেঙে পরিকল্পিত ভাবে ‘বহিরাগত’ প্রবেশ করানো হচ্ছে! বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে অভিযোগ বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মমতার

কালী পুজো, দীপাবলি এবং ছট পুজো শান্তিপূর্ণ ভাবে করার আহ্বান জানিয়েছেন মমতা। তৃণমূলের ঘাঁটি দক্ষিণ কলকাতার অনুষ্ঠানে সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকার নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সী। তিনি কথায়, দল যাঁকে যেখানে প্রার্থী করবে, তাঁকে জেতাতেই সকলে মিলে নামতে হবে।

নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৫ অক্টোবর ২০২৫ ০৯:৩৩

বিজেপির ‘বাংলাদেশি মুসলমান’ তত্ত্বের পাল্টা ‘বহিরাগত’ তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে বহিরাগত ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে উষ্মা প্রকাশ করলেন মমতা। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে ভোটের সম্পর্ক আছে বলে দাবি করেছেন তিনি। সামনেই রাজ্যের ভোটার তালিকায় নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ শুরু হচ্ছে। তার মধ্যেই তৃণমূলের সর্বময় নেত্রীর এমন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

মঙ্গলবার তৃণমূলের বিজয়া সন্মেলনী মঞ্চ থেকে ‘বহিরাগত’ নিয়ে স্পষ্ট বার্তা দেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ‍্যের মুখ্যমন্ত্রী। এ দিন দার্জিলিং থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মমতা। বলেছেন, "আমি দেখেছি অনেক এলাকায় বস্তি ভেঙে দিয়ে বড় বড় বড় তৈরি হচ্ছে। আমি এটাকে সমর্থন করি না।" মমতার অভিযোগ, "আস্তে আস্তে পরিকল্পনা করে আমাদের ভোটাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে।" মুখ্যমন্ত্রী বহিরাগত সম্পর্কে বলতে গিয়ে বলেন, "যাঁরা এখানে আগে থেকেই ছিলেন আমি তাদের কথা বলছি না। হঠাৎ করে বাড়ি তৈরি করে বেরিয়ে যাচ্ছে।”

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ দিন বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের দাবি, যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা তত বাড়ছে। নারী নিরাপত্তা, চাকরি দুর্নীতি, নাগরিক পরিষেবা কোথায় পৌঁছেছে, তা-ও ভাল মত বুঝতে পারছেন। তাই নিজের কেন্দ্র নিয়েও ভয় পাচ্ছেন।”

ধনধান্য স্টেডিয়ামে ফোনের মাধ্যমে বক্তৃতা করেন তিনি। সেদিন এসএইআর নিয়ে নিজের দলের কর্মীদের সতর্ক করে দেন তৃণমূলনেত্রী। তার বক্তব্য, "মনে রাখবেন যদি নতুন ভোটার তালিকা হয় তবে, নতুন করে নাম তুলতে হবে। এক্ষেত্রে বিএলএ-দের দায়িত্ব খুব বেশি। ছোট কর্মীরাই তৃণমূলের সম্পদ। সকলকে একসঙ্গে কাজটি সম্পূর্ণ করতে হবে।" 

পাশাপাশি গরিব মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে মুখ‍্যমন্ত্রী বলেছেন, "গরিব মানুষ নিয়ে কীসের অসুবিধা। যাদের ক্ষমতা নেই তাদের সাহায্য করাই মানবিক কর্তব্য।" 

পাশাপাশি কালী পুজো, দীপাবলি এবং ছট পুজো শান্তিপূর্ণ ভাবে করার আহ্বান জানিয়েছেন মমতা। তৃণমূলের ঘাঁটি দক্ষিণ কলকাতার অনুষ্ঠানে সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকার নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সী। তিনি কথায়, দল যাঁকে যেখানে প্রার্থী করবে, তাঁকে জেতাতেই সকলে মিলে নামতে হবে।


Share