One Youth Is Beaten To Death At Ichapore

ইছাপুরে গাড়ি পার্কিং করা নিয়ে বচসা-হাতাহাতি, হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার এক

স্থানীয়দের কথায়, সৌরভের পাশাপাশি তার ভাই এবং বোনও দিলীপের উপর আক্রমণ করেছে। এক এলাকাবাসীদের কথায়, সৌরভ রায় এর আগেও অনেকের সঙ্গেই এরকম খারাপ ব্যবহার করেছেন। তাঁর বাড়ির সামনে কেউ গাড়ি রাখলেই সে দুর্ব্যবহার করা শুরু করে। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়েরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ইছাপুর
  • শেষ আপডেট:১৬ অক্টোবর ২০২৫ ০৪:১০

বাড়ির সামনে পার্কিং করে কচুরি খাচ্ছিল যুবক। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে এসে দাঁড় করানো গাড়িতে ভাঙচুর করে আরেক যুবক। অভিযোগ, বাধা দিতে এলে গাড়ি মালিককে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে গ্রেফতার করা হয়েছে যুবককে। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার ইছাপুরে ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সৌভিক রায়ের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে কচুরি খেতে গিয়েছিলেন স্থানীয় আরেক যুবক দিলীপ দাস। সৌভিক বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতেই মেজাজ হারায় সৌরভ। শুরু হয় তুমুল বচসা। বচসা গড়ায় হাতাহাতি। আর তা থেকেই ঝড়ল রক্ত। অভিযোগ, দিলীপের গাড়িতে ভাঙচুর শুরু করে সৌরভ রায়। তা দেখে ছুটে আসেন দিলীপ। জিজ্ঞেস করেন, কেন তার গাড়িতে এ ভাবে ভাঙচুর করা হল। সেই পরিস্থিতিতে দিলীপকে বেধড়ক মারধর করতে শুরু করেন সৌরভ। রাস্তার পাশে ড্রেনের ধারে পড়ে যান দিলীপ। সেখানে ফেলে বেধড়ক মারধর করা হয় দিলীপকে। চলতে থাকে, কিল, চড়, লাথি, ঘুষি। 

স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় কোনও ভাবে দিলীপকে উদ্ধার করে স্থানীয় পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হওয়ায় দিলীপকে ব্যারাকপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। খুনের অভিযোগে সৌরভকে পুলিশ গ্রেফতার করেছে। কী ঘটনা ঘটেছিল, তা জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয়দের কথায়, সৌরভের পাশাপাশি তার ভাই এবং বোনও দিলীপের উপর আক্রমণ করেছে। এক এলাকাবাসীদের কথায়, সৌরভ রায় এর আগেও অনেকের সঙ্গেই এরকম খারাপ ব্যবহার করেছেন। তাঁর বাড়ির সামনে কেউ গাড়ি রাখলেই সে দুর্ব্যবহার করা শুরু করে। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়েরা।


Share