Friend of The Victim of Durgapur Rape Case Is Arrested

দুর্গাপুরকান্ডে গ্রেফতার নির্যাতিতার সহপাঠী, ধর্ষক এক জনই, অনুমান পুলিশের, খতিয়ে দেখা হচ্ছে বাকি ধৃতদের ভূমিকাও

দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেলের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় রবিবার সকালে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার আরও দু’জনকে পুলিশ গ্রেফতার করে। ঘটনার পরের দিন থেকে সহপাঠীকে জেরা করা হচ্ছিল।

অবশেষে গ্রেফতার নির্যাতিতার সহপাঠী।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট:১৪ অক্টোবর ২০২৫ ১০:৫৪

অবশেষে গ্রেফতার দুর্গাপুরকান্ডে নির্যাতিতা ডাক্তারের সহপাঠী। ঘটনার পর থেকেই তাকে জেরা করা হচ্ছিল। পুলিশ সুত্রের খবর, তার কথায় একাধিক অসঙ্গতি মেলায় মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেলের ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ছ’জন।

দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করেছেন এক জনই। ধৃত বাকি ছ’জনের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার চার দিন পরে মঙ্গলবার এমনটাই জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সাংবাদিকের মুখোমুখি হয়ে আসানসোল-দুর্গাপুরের কমিশনার সুনীলকুমার চৌধুরী বলেন, “এখনও পর্যন্ত যে বিভিন্ন নমুনা পাওয়া গিয়েছে এবং নির্যাতিতার বয়ান অনুযায়ী, এক অভিযুক্তই ধর্ষণ করেছেন। বাকিদের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’’ মঙ্গলবারই নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। দুপুরে ঘটনার পুনর্নির্মাণ করতে পরানগঞ্জের জঙ্গলে ধৃত পাঁচ জনকে সঙ্গে নিয়ে আসে পুলিশ।

আসানসোল-দুর্গাপুরের কমিশনার সুনীলকুমার চৌধুরীর কথায়, নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও সন্দেহজনক। তাই সে-ও সন্দেহের উর্ধ্বে নয়। শুক্রবার রাতে ঘটনার সময় সহপাঠী যে পোশাক পরেছিল, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত অভিযুক্তের ডিএনএ পরীক্ষা হবে বলেও তিনি জানান। সুনীল বলেন,‘‘নির্যাতিতা এবং তাঁর বন্ধু ছাড়া ঘটনাস্থলে যে পাঁচ জন ছিল, তাদের সকলকে আমরা গ্রেফতার করেছি। ওই দিন তারা যে পোশাক পরেছিল, সেগুলো বাজেয়াপ্ত করেছি। নির্যাতিতার বন্ধুকে নিয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলাম। ঘটনার পুনর্নির্মাণ হয়েছে।”

দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেলের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় রবিবার সকালে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার আরও দু’জনকে পুলিশ গ্রেফতার করে। ঘটনার পরের দিন থেকে সহপাঠীকে জেরা করা হচ্ছিল। পুলিশ সূত্রের খবর, তার কথায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। মঙ্গলবার নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করল পুলিশ। এ দিন আসানসোল-দুর্গাপুরের কমিশনার জানান, “অভিযোগের দু’দিনের মধ্যে সকল অভিযুক্তকে তাঁরা গ্রেফতার করেছি। শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মৌখিক ভাবে খবর পেয়ে কর্তব্যরত পুলিশকর্মী মোবাইল ভ্যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। ৩টে ৩৮ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করে।”

কমিশনার আরও জানান, এখনও তদন্তের খানিকটা বাকি রয়েছে। ফরেন্সিক এবং মেডিক্যাল পরীক্ষার রিপোর্টের জন্য তাঁরা অপেক্ষা করছেন।


Share