TMC Councillor Arrested In Alleged Extortion Case

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, গ্রেফতার ঘাটাল পুরসভার দলীয় কাউন্সিলর

বেশ কিছু দিন আগে পার্ক স্ট্রিটের একটি হোটেলে থেকে নাজমুল হুদা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েক জনের কাছ থেকে টাকা চেয়েছেন। তারও আগে নিউটাউনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

ধৃত তৃণমূল কাউন্সিলরের নাম বিভাসচন্দ্র ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, ঘাটাল
  • শেষ আপডেট:১৪ অক্টোবর ২০২৫ ০৬:০৫

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে দলীয় এক কাউন্সিলরকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে অভিযোগকারীর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন।

ধৃতের নাম বিভাসচন্দ্র ঘোষ। বিভাস ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিনি ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় সর্বভারতীয় তৃণমূল তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা একটি চিঠি সমাজমাধ্যমে ভাইরাল হয়। এর পরেই এক ব‍্যক্তি থানায় বিভাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই ব‍্যক্তির দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা ওই চিঠি দেখিয়ে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে ঘাটাল পুরসভার প্রাক্তন তৃণমূলের চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ। 

অভিযেগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার সকালে বিভাসের বাড়িতে পৌঁছে যায় তদন্তকারীদের একটি দল। তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কথায় অসঙ্গতি মেলায় পুলিশ গ্রেফতার করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভাসচন্দ্র দাসের বিরুদ্ধে ভুয়ো তথ্য দেখিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে সমস্ত কিছু খতিয়ে দেখে বিভাসচন্দ্র ঘোষকে গ্রেফতার করা হয়েছে।

এ দিন ঘাটাল পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন এ বিষয়ে বোর্ড কিছু জানেনা। পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “তৃণমূলে এ ধরনের কাজকর্ম হয়েই থাকে। শুধু ভাইস চেয়ারম্যান নয়, ঠিকাদারি সংস্থাকে কাজ পাইয়ে দেয়ার নামে যে সমস্ত তৃণমূল নেতারা টাকা নেন, তাদেরকেও গ্রেফতার করা উচিত।”

বিভাসচন্দ্র ঘোষের গ্রেফতারির ঘটনায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতির দাবি, “এর সাথে দলের কোনও সম্পর্ক নেই। পুরো বিষয়টি প্রশাসন দেখছে।”

বেশ কিছু দিন আগে পার্ক স্ট্রিটের একটি হোটেলে থেকে নাজমুল হুদা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েক জনের কাছ থেকে টাকা চেয়েছেন। তারও আগে নিউটাউনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সে ক্ষেত্রেও অভিষেকের নামে নকল লেটার হেড তৈরি করে টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার একই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। 


Share