Metro Rail Disrupted

ফের মেট্রো বিভ্রাট! এমজি রোড স্টেশনে লাইনে সমস্যা, বেশ কিছু ক্ষণ ভাঙা পথে চলল ট্রেন

গত সপ্তাহেও দমদম স্টেশনে পয়েন্টে সমস্যার কারণে পরিষেবা কয়েক ঘন্টা বন্ধ ছিল বন্ধ ছিল। সেই দিনও যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছিল যাত্রীদের। শহরের বেশিরভাগ নিত্যযাত্রী ও সাধারণ মানুষ যাতায়াতের জন্য এই মেট্রো রেলের ওপর নির্ভর করে।

মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৫ অক্টোবর ২০২৫ ০২:৫৫

আবার ব্লু-লাইনের মেট্রো বিভ্রাট। লাইনে সমস্যার জেরে সাময়িক বন্ধ হয়ে যায় গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা। বেশ কিছু ক্ষণ ভাঙ্গা পথে চলে মেট্রোরেল। পরিষেবা ব্যাহত হওয়ার ফলে চরম ভোগান্তিতে যাত্রীরা। 

মেট্রোরেল সূত্রের খবর, বুধবার দুপুরে গিরিশ পার্ক ও মহাত্মা গান্ধী মেট্রো লাইনে সমস্যা ধরা পরে। তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। পর পর স্টেশনে দাঁড়িয়ে পরে ট্রেন। পরে কর্তৃপক্ষের তরফ থেকে কামরা খালি করে দিতে বলা হয়। 

লাইনের সমস্যা না মেটায় পর্যন্ত ভাঙ্গা পথে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীরা জানাচ্ছে, দুপুর দেড়টা নাগাত দমদম থেকে শহিদ ক্ষুদিরাম পর্যটক পর্যন্ত মেট্রো চালান হবে বলা হয়েছিল। 

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কান্নান জানান, মহাত্মা গান্ধী স্টেশনে লাইনের সমস্যা দেখা দিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি মেট্রো ইঞ্জিনিয়াররা সেই সমস্যা সমাধান করতে যায়। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন।তবে সমস্যা জনিত কারণ হিসেবে কোন বিস্তারিত তথ্য মেট্রোর তরফে দেওয়া হয়নি। 

গত সপ্তাহেও দমদম স্টেশনে পয়েন্টে সমস্যার কারণে পরিষেবা কয়েক ঘন্টা বন্ধ ছিল বন্ধ ছিল। সেই দিনও যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছিল যাত্রীদের। শহরের বেশিরভাগ নিত্যযাত্রী ও সাধারণ মানুষ যাতায়াতের জন্য এই মেট্রো রেলের ওপর নির্ভর করে। ফলে মাঝে মধ্যেই এই পরিষেবা ব্যাহত হওয়ার যাত্রীদের মধ্যে যথেষ্ট অসন্তোষ তৈরি হয়েছে।


Share