Three Bangladeshi Cattle Smugglers Beaten To Death

ভারতে গরু চুরি করতে এসে গ্রামবাসীদের জনরোষের মুখে তিন বাংলাদেশি দুষ্কৃতী! পিটিয়ে মারার অভিযোগ, ত্রিপুরার ঘটনায় তদন্তের নির্দেশ দিল দিল্লির

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, নিহত তিন জনই তাদের দেশের নাগরিক। এরা হল, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পণ্ডিত মিয়া (৪০), সজল মিয়া (২৫) ও জুয়েল মিয়া (৩৫)। তারা পেশায় দিনমজুর ছিল বলে বাংলাদেশ পুলিশের দাবি। কিন্তু কেন তারা রাতের অন্ধকারে সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিলেন, তা স্পষ্ট করেনি ঢাকা।

গরু চুরি করতে এসে জনরোষের মুখে তিন বাংলাদেশি দুষ্কৃতী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট:১৮ অক্টোবর ২০২৫ ০২:৫৫

সীমান্ত পেরিয়ে গরু চুরি করতে এসে গ্রামবাসীদের জনরোষের মুখে পড়ল তিন বাংলাদেশি দুষ্কৃতী। এর পরেই গণধোলাই। তাতেই তিন জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ত্রিপুরার খোয়াই জেলার সীমান্তবর্তী এলাকায় তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দিল্লি-ঢাকা কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এই ঘটনার বাংলাদেশের বিদেশমন্ত্রক দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। তদন্তের নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক।

স্থানীয় সূত্রের খবর, ওই তিন জন বাংলাদেশি যুবক বুধবার গরু চুরি করতে ভারতে ঢুকেছিল। ভারতীয় ভূখণ্ডের প্রায় তিন কিলোমিটার ভেতরে ঢুকে বিদ্যাবিল গ্রামে গরু চুরি করার চেষ্টা করে। বাসিন্দারা বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে পাল্টা তাদের ওপরে চড়াও হয়। এতে এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর পরেই অন‍্যান‍্য গ্রামবাসীদের জনরোষের মুখে পড়তে হয় তিল দুষ্কৃতীকে। এর পরেই সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। 

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, সেই সংঘর্ষের কারণেই তাদের মৃত্যু হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। যেখানে দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তৃতীয় ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে মারা যায়। তদের দেহ বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে বলেও জানান রণধীর।

এর পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তে গরু পাচার চুরি-ডাকাতি, মাদক চোরাচালানের মতো অপরাধমূলক কার্যকলাপ রুখতে বাংলাদেশ সরকারের আরও কঠোর পদক্ষেপ করার প্রয়োজন বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। এই ঘটনার বাংলাদেশের বিদেশমন্ত্রক দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, নিহত তিন জনই তাদের দেশের নাগরিক। এরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পণ্ডিত মিয়া (৪০), সজল মিয়া (২৫) ও জুয়েল মিয়া (৩৫)। তারা পেশায় দিনমজুর ছিলেন বলে বাংলাদেশ পুলিশের দাবি। কিন্তু কেন তারা রাতের অন্ধকারে সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছু জানায়নি ঢাকা।


Share