An Injured Woman Was Recovered From A House

মাথায় আঘাত, যুবককে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার, ডানকুনিতে গ্রেফতার এক

সুত্রের খবর, ওই যুবক পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিল। এই ঘটনার আরও কেউ জড়িত রয়েছেন কি না তা যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় মহিলাকে উদ্ধার করল পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, ডানকুনি
  • শেষ আপডেট:০৬ অক্টোবর ২০২৫ ০৫:৪২

মাথা দিতে বেরোচ্ছে রক্ত। পড়ে রয়েছেন উল্টো হয়ে। হুগলির ডানকুনির ঘটনা। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ধৃত যুবকের নাম শাশ্বত বায়েন। ওই যুবক ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুরের বাসিন্দা। রবিবার রাতে স্থানীয়েরা যুবকের বাড়িতে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় উল্টো হয়ে পড়ে থাকতে দেখেন। এর পরে তারাই অ‍্যাম্বুলেন্সে খবর দেন। ডানকুনি থানাকেও জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বছর ৩৫-এর মহিলাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করায়। পুলিশ সূত্রের খবর, মহিলার মাথায় গুরুতর আঘাত রয়েছে। এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। মহিলার পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে বলে খবর।

স্থানীয়েদের অভিযোগ, স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই ওই যুবক প্রায় দিন নিত‍্যনতুন মহিলাদের বাড়িতে নিয়ে আসত। গভীর রাতে দরজার বেল বাজানো থেকে শুরু করে চিৎকার চেঁচামেচি করত। মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজও করা হত বলে অভিযোগ। তাদের কথায়, রবিবার রাত ১০টার পর একই রকম কান্ড ঘটে। কিন্তু সেটা বাড়াবাড়ি আকার ধারণ করে। এর পরেই প্রতিবেশিরা গিয়ে দেখে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন মহিলা। তারা জানিয়েছেন, জখম মহিলাকে চেনেন না।

ঘটনার খবর পেয়ে ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে ঘটনাস্থলে যান। তিনি বলেন, “এর আগেও ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এলাকার মহিলাদের গালিগালাজ করত। আমি ওর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।” তবে এত অভিযোগ থাকা সত্ত্বেও আগে কেন যুবককে গ্রেফতার করা যায়নি? সেই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলরের সাফাই, “কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। তাই প্রশাসন আগে ব্যবস্থা নিতে পারেনি।” সুত্রের খবর, ওই যুবক পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিল। এই ঘটনার আরও কেউ জড়িত রয়েছেন কি না তা যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।


Share