Jodhpur Bus Accident

রাজস্থানের জয়সলমেরে চলন্ত বাসে আচমকা আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ১৯ জনের

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীকেও ডাকা হয়। সেনা জওয়ানেরা পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। মৃতদেহ উদ্ধার করে জেলার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১৯ জনের।
নিজস্ব সংবাদদাতা, জয়সলমের
  • শেষ আপডেট:১৫ অক্টোবর ২০২৫ ০২:৩২

চলতে চলতে যাত্রীবাহী বাসে লাগল আগুন। ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। মঙ্গলবার বিকেলে রাজস্থানের আর্মি ওয়ার মিউজিয়ামের কাছে জয়সলমের-জোধপুর রোডে ঘটনাটি ঘটেছে। বেশ কয়েক জন যাত্রী দগ্ধ হয়ে জোধপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

জানা গিয়েছে, এ দিন বিকেল ৪টে নাগাদ বাসটি দিল্লি থেকে জয়সলমেরের দিকে রওনা দেয়। পুলিশ সুত্রের খবর, বাসের অধিকাংশ যাত্রী ছিলেন জোধপুরের বাসিন্দা। জয়সলমের-জোধপুর রোড দিয়ে যাওয়ার সময় থাইয়াট গ্রামের কাছে বাসটি থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহুর্তে মধ‍্যে বাসটিতে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে অনেকেই চলন্ত বাসের জানলা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন। এতেও বেশ কয়েক জন জখম হন৷ যারা বেরোতে পারেননি, তারাই ঝলসে যান। তাতেই মৃত্যু হয়ছে কমপক্ষে ১৯ জনের।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীকেও ডাকা হয়। সেনা জওয়ানেরা পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। মৃতদেহ উদ্ধার করে জেলার সরকারি জহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, ওই বাসের ইঞ্জিনে শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন জেলাশাসক প্রতাপ সিংহ, পুলিশ সুপার অভিষেক শিবহরে, মহকুমা শাসক সক্ষম গোয়েল-সহ জেলার অনান্য আধিকারিকেরা। জেলাশাসক প্রতাপ সিংহ ঘটনার দুঃখপ্রকাশ করে জরুরি ভিত্তিতে আহতদের চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। 

ভয়াবহ এই বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি জেলাশাসক, জেলা পুলিশের সুপারের সঙ্গে ফোনে কথা বলেছেন। একইসঙ্গে আহতদের সব রকম সাহায্যের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা এখনও  স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী ভজনলাল সমাজমাধ্যমে লেখেন, “জয়সলমেরে বাসে আগুন লাগার ঘটনা হৃদয়বিদারক। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের সব ধরনের সাহায্যের জন্যে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।”


Share