Accused BJP Leader Joined TMC

শিবির বদলে পাওয়া গেল ‘ক্লিনচিট’! কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনার ‘অভিযুক্ত’ নির্মল ঘোষকে দলে নিল তৃণমূল, বিতর্ক শুরু

দাপুটে বিজেপি নেতাকে ‘ক্লিনচিট’ দিয়ে তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ বলেন, ‘‘নির্মলবাবুকে ফাঁসিয়েছিল বিজেপি নেতৃত্বের একটা অংশ। ওঁ খুবই দক্ষ এবং ভাল সংগঠক।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার পক্ষপাতী নই, তবে ভাল রাজনৈতিক ব্যক্তিত্ব সব সময় স্বাগত।’’

তৃণমূলে যোগ দিলেন বিজেপির নির্মল ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, হাঁসখালি
  • শেষ আপডেট:১৫ অক্টোবর ২০২৫ ১০:৫৬

দল বদল করে পেলেন ‘ক্লিনচিট’! নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের অন‍্যতম অভিযুক্ত ছিল নির্মল ঘোষ। তখন হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা ছিলেন। এ বার তাকেই দলে নিল তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন।

দাপুটে নেতা নির্মল ঘোষ হাঁসখালি ব্লকের বিজেপির প্রতিষ্ঠাতা ছিলেন। তৃণমূলে যোগদানের আগে বিজেপির রানাঘাট দক্ষিণের জেলা কমিটির সদস্য ছিলেন। মঙ্গলবার হাসখালি ব্লক তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়। সেই সভায় কলকাতা থেকে গিয়েছিলেন তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। বিজয়া সম্মিলনীর সেই সভা থেকে নির্মল ঘোষ, তার জামাই-সহ বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

রানাঘাট লোকসভা কেন্দ্রেকে এমনিতেই বিজেপির গঢ় বলা হয়ে থাকে। বিগত কয়েকটি নির্বাচনে রাজ‍্যের শাসকদল তৃণমূল আশানুরূপ ফল করতে পারেনি, তা কার্যত ফলাফলে স্পষ্ট হয়ে গিয়েছে। দলীয় বিধায়ককে খুনের ঘটনায় ছ’বছর জেল খাটা বিজেপি নেতাকে দলে নেওয়ায় ইতিমধ্যেই তৃণমূলের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

দাপুটে বিজেপি নেতাকে ‘ক্লিনচিট’ দিয়ে তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ বলেন, ‘‘নির্মলবাবুকে ফাঁসিয়েছিল বিজেপি নেতৃত্বের একটা অংশ। ওঁ খুবই দক্ষ এবং ভাল সংগঠক।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার পক্ষপাতী নই, তবে ভাল রাজনৈতিক ব্যক্তিত্ব সব সময় স্বাগত।’’

তৃণমূলকে নিশানা করে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘‘দলের বিধায়ক খুনে অভিযুক্তকে যদি এ ভাবে সাদর অভ্যর্থনা জানানো হয় তবে তৃণমূলের কর্মীরা ঠিক করুক এ বারে তারা কী করবেন। ভেবে দেখুক আগামী দিনে তাদের জন্য কী পরিণতি অপেক্ষা করে আছে।’’ বিজেপি নেতার তৃণমূলে যোগদান নিয়ে প্রয়াত বিধায়কের স্ত্রী’র প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নির্মল ঘোষ দল বদলে তৃণমূলে যাওয়ার প্রসঙ্গে রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, “এই বিষয়ে আমারা একটুও চিন্তিত নই। গেছে ভালো হয়েছে। অনেক যায়গায় কৈফিয়ত দিতে হচ্ছিল। সেই জায়গায়টা থেকে অনেকটা স্বস্তি পেলাম।” বিজেপি বিধায়কের দাবি, রানাঘাটের সাতটি কেন্দ্র থেকেই বিজেপি জিতবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর আগের দিন হাঁসখালিতে মাজিদপুর দক্ষিণপাড়ায় ফুলবাড়ি ফুটবল মাঠে সরস্বতী পুজোর উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছিলেন সত্যজিৎ বিশ্বাস। অভিযোগ, সেই সময়ে খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে অভিজিৎ পুন্ডারি নামে এক জন। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ‘মৃত’ ঘোষণা করা হয়। এই মামলাতেই অভিযুক্তের তালিকায় নাম জুড়েছিল সুজিত মণ্ডলের। নাম ছিল নির্মল ঘোষেও। তৎকালীন বিজেপি নেতা মুকুল রায়, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথের নামও উঠে এসেছিল। আদালতের নির্দেশে বেকসুর খালাস হন জগন্নাথ, নির্মল ও মুকুল। দোষী সাব্যস্ত করা হয় সুজিত ও অভিজিৎকে।


Share