Kolkata Police Recovered Fake Number Plate

নির্বাচনের আগে শহরে ফের সক্রিয় জাল ‘নম্বর প্লেট’ তৈরি চক্রের হদিশ! মল্লিকবাজার এলাকায় অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করল পুলিশ

জাল নম্বর প্লেট তৈরির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম, শেখ নিয়াজুদ্দিন আজিজ, মির সাহেনুল আখতার, মির ফারুক আলি, সমীর আলি, সলমান খান। ধৃতেরা সবাই মল্লিকবাজারের বাসিন্দা বলে খবর। জানা গিয়েছে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা কলকাতা এবং তার আশপাশের এলাকায় নম্বর প্লেট সরবরাহ করত।

উদ্ধার হওয়া নম্বর প্লেট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৮ অক্টোবর ২০২৫ ১২:১৭

আগামী বছর রাজ‍্যে বিধানসভা নির্বাচন। তার আগে শহরে ফের সক্রিয় গাড়ির জাল নম্বর প্লেট তৈরির চক্র। কলকাতার মল্লিকবাজার-সহ বিভিন্ন জায়গা থেকে মোট আট জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, অজান্তে এক যুবকের গাড়ির নম্বর ব‍্যব্যবহার করে অভিযুক্তেরা। গাড়ির ট্রাফিক আইন লঙ্ঘন করার জমিমানার মেসেজ পান। এর পরেই তিনি পুলিশে অভিযোগ জানান।

জানা গিয়েছে, ১০ অক্টোবর রঞ্জন দত্ত নামে এক ব্যক্তি ইমেইল মারফত কলকাতা পুলিশকে একটি অভিযোগপত্র পাঠান। অভিযোগপত্রে রঞ্জন জানান, তাঁর স্কুটি শহরে ট্রাফিক আইন লঙ্ঘন করেছে। ফলে জরিমানা ধার্য করা হয়েছে বলে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে মেসেজ পান। অভিযোগকারীর দাবি, যে জায়গায় আইন লঙ্ঘন হয়েছে, সেখানে তিনি কখনও যাননি। এর পরেই তাঁর সন্দেহ হয়, কেউ বা কারা হয়তো তাঁর স্কুটির ‘নম্বার প্লেট’ নকল করে গাড়ি চালাচ্ছে।

পুলিশ সুত্রের খবর, ১৬ অক্টোবর কসবা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সৌভিক বিশ্বাস রুবি পার্কের কাছে একটি স্কুটি আটক করেন। ওই ট্রাফিক সার্জেন্ট যে গাড়িটিকে আটক করেছিলেন, তা রঞ্জন দত্তের নামে নেওয়া। কিন্তু যার কাছ থেকে গাড়িটি পাওয়া যায়, সে আদতে সংশ্লিষ্ট গাড়ির মালিকই নয়। এর পরেই যাচাই-বাছাই করে দেখা যায়, নম্বর প্লেটটি নকল।

এই প্রেক্ষিতে ট্রাফিক সার্জেন্ট সৌভিক বিশ্বাস কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই দিনই মঙ্গল নস্কর নামে সরৎ ঘোষ গার্ডেন রোডের এক বাসিন্দাকে গ্রেফতার করে। মঙ্গলকে জিজ্ঞাসাবাদ করে পরমেন্দ্রপ্রসাদ কেশরি বলে এক ব্যক্তির নাম জানতে পারে। মঙ্গল নস্করকে পরমেন্দ্রই এই নম্বর প্লেটটি সরবরাহ করেছিল। তাকেও গ্রেফতার করা হয়েছে। পরমেন্দ্রের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পিকনিক গার্ডেনে বিক্রম সাউয়ের দোকানে অভিযান চালায়। বিপুল পরিমাণে গাড়ির জাল নম্বর প্লেট-সহ বিক্রমকে সেখান থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রের খবর, ওই দিনই মল্লিকবাজার এলাকায় একটি একটি বাড়ির হদিশ পায় পুলিশ। সেখান থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্যের নম্বর প্লেট উদ্ধার করা হয়। অভিযোগ, বাজেয়াপ্ত করা নম্বর প্লেটগুলি নকল। তারাই এ সব ভুয়া নাম্বারপ্লেট তৈরি করে সরবরাহ করত। এর পাশাপাশি নম্বর প্লেট তৈরির মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বছর ঘুরলেই রাজ‍্যে বিধানসভা নির্বাচন। সেই সময় রাজ‍্যের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। সেই সময় এই নকল নম্বর প্লেট লাগানো গাড়ি ব্যবহার করে বেনামি অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা থাকে। উল্লেখ্য, গতবছরে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা ঘটে। সে ক্ষেত্রেও যে মোটরবাইকটি ব্যবহার করে দুষ্কৃতীরা তাতেও জাল নম্বর প্লেটই ব্যবহার হয়েছিল বলে জানা যায়। নির্বাচনের আগেই শহরে এতো বড় চক্রের হদিশ মেলায়, সেই দিকেও কড়া নজরদারি আয়তায় আনা হাতে পারে বলে মনে করা হচ্ছে। 

জাল নম্বর প্লেট তৈরির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম, শেখ নিয়াজুদ্দিন আজিজ, মির সাহেনুল আখতার, মির ফারুক আলি, সমীর আলি, সলমান খান। ধৃতেরা সবাই মল্লিকবাজারের বাসিন্দা বলে খবর। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, তারা কোনও বৈধ নথি দেখাতে পারেনি। জানা গিয়েছে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা কলকাতা এবং তার আশপাশের এলাকায় নম্বর প্লেট সরবরাহ করত।


Share