Several Has Been Injured in Hooghly Bus Accident

চলন্ত বাসে ঘুমে পড়েছিলেন চালক, হুগলির গুড়াপে দুর্ঘটনায় মৃত এক যাত্রী, জখম অন্তত ৩০ জন

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জানা গিয়েছে, বাসে থাকা ৫৬ জন পূর্ণার্থী মধ্যে অন্তত ৩০ জন জখম হয়েছেন। স্থানীয়দের সাহায্যে জখমদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ।
নিজস্ব সংবাদদাতা, গুড়াপ
  • শেষ আপডেট:১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬

পূর্ণার্থীরা বেরিয়ে ছিলেন চারধাম যাত্রায়। উত্তরপ্রদেশ থেকে আসছিলেন পশ্চিমবঙ্গে। আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। মঙ্গলবার ভোরে হুগলির গুড়াপে ঘটনাটি ঘটেছে। এক যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসা ওই বাসটিতে ৫৬ জন পূর্ণার্থী ছিলেন। উত্তরপ্রদেশ থেকে ঝাড়খন্ডের দেওঘর হয়ে পশ্চিমবঙ্গে আসে। মঙ্গলবার ভোরে তাঁরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ দিন ১৯ নম্বর জাতীয় সড়কে দিয়ে যাওয়ার পথে গুড়াপের বশিপুরে একটি লরির পিছনে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতি যথেষ্ট বেশি ছিল। তাই ধাক্কা মারার পরে লরিটি কিছুটা দুরে এগিয়ে যায়। বাসটির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জানা গিয়েছে, বাসে থাকা ৫৬ জন পূর্ণার্থী মধ্যে অন্তত ৩০ জন জখম হয়েছেন। স্থানীয়দের সাহায্যে জখমদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। বাকিদের চিকিৎসা সেখানেই করা হচ্ছে।

এ ছাড়াও বাকি বেশ কয়েক জন যাত্রীকে স্থানীয় কমিউনিটি হলে নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান, অনেকটা দূর থেকে আসছিল এই বাস। বাসচালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তারা জানিয়েছে, জখমদের প্রাথমিক চিকিৎসা হয়েছে। অন‍্য একটি বাসের ব‍্যবস্থা করা হয়েছে। সেটা করেই নিজ নিজ জায়গায় পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। সেখানে গিয়ে তিনি জখমদের সঙ্গে কথা বলেছেন। 


Share