CBI arrests Punjab DIG

দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে ধৃত পঞ্জাবের ডিআইজি, বাড়ি থেকে উদ্ধার নগদ পাঁচ কোটি টাকা ও দেড় কেজি সোনার গয়না

ফতেগড়ের এক ব‍্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে চণ্ডীগড়ের সেক্টর ৪০ নম্বরে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। ওই ব‍্যবসায়ীকে মিথ‍্যা মামলায় ফাঁসানো হয়েছিল। ব‍্যবসায়ীর কাছে আট লাখ টাকা দাবি করা হয়। এ ছাড়াও প্রতি মাসে পাঁচ লাখ টাকা ‘প্রোটেকশন মানি’ দাবি করা হয়েছিল বলে অভিযোগ। এর পরেই তদন্তে নেমে সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালায়। সেখানে এই পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়।

পঞ্জাব পুলিশের ডিআইজি হরচরণ সিংহ ভুল্লার।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট:১৭ অক্টোবর ২০২৫ ০১:৩৫

পাঁচ লাখ টাকা ‘ঘুষ’ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার পাঞ্জাবের রোপারের ডিআইজি হরচরণ ভুল্লার। পরে তাঁর বাড়ি থেকে সিবিআই ৫ কোটি টাকা নগদ, ১.৫ কেজি সোনা, দামি ঘড়ি বাজেয়াপ্ত করেছে। ডিআইজি ছাড়া আরও একজনকে গ্রেফতার করেছে সিবিআই।

সিবিআইয়ের দায়ের করা এফআইআর থেকে জানা গিয়েছে, ফতেগড়ের এক ব‍্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে চণ্ডীগড়ের সেক্টর ৪০ নম্বরে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। ওই ব‍্যবসায়ীকে মিথ‍্যা মামলায় ফাঁসানো হয়েছিল। ব‍্যবসায়ীর কাছে আট লাখ টাকা দাবি করা হয়। এ ছাড়াও প্রতি মাসে পাঁচ লাখ টাকা ‘প্রোটেকশন মানি’ দাবি করা হয়েছিল বলে অভিযোগ। এর পরেই তদন্তে নেমে সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালায়। সেখানে এই পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়। 

হরচরণের বাড়ি থেকে পাঁচ কোটি টাকা নগদ ছাড়াও ৪০ লিটার বিদেশি মদ এবং বেশ কিছু বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেই আগ্নেয়াস্ত্রগুলির লাইসেন্স রয়েছে কিনা তা দেখা হচ্ছে।

এ ছাড়াও, ভুল্লারের সহযোগী হিসেবে অভিযুক্ত কৃশানুকে ২১ লক্ষ টাকা নগদ-সহ ধরা হয়েছে।ভুল্লারকে আগামীকাল পঞ্চকুয়ার বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হবে।

ভুল্লার ২০২৪ সালের ২৭ নভেম্বর রোপার রেঞ্জ ডিআইজি হিসেবে যোগ দেন। রোপারের আগে তিনি পাতিয়ালা রেঞ্জের ডিআইজি ছিলেন। অকালি দল নেতা বিক্রম সিংহ মাঝেটিয়াকে গ্রেফতার করার সময় তিনি স্পেশ্যাল টাস্ক ফোর্সের প্রধান ছিলেন। তিনি অত্যন্ত গোপনে কাজ করার জন্য পরিচিত ছিলেন। তিনি রোপার রেঞ্জে ‘যুদ্ধ নাশিয়ান বিরুধ’ নামের মাদক বিরোধী অভিযানে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।


Share