Son Murdered His Own Father

বাড়ি লিখে দেয়নি বাবা, রাগে গ্যাসের সিলিন্ডার মাথায় মেরে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

স্থানীয় সূত্র জানা গেছে, শেখ বশিরের দুই ছেলে। বড় ছেলে মারা গেছে বেশ কিছুদিন আগেই। মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। মহসিন পেশায় পরিযায়ী শ্রমিক।

বাবার মাথায় গ‍্যাসের সিলিন্ডার মেরে খুন করল ছেলে।
নিজস্ব সংবাদদাতা, পান্ডুয়া
  • শেষ আপডেট:১০ অক্টোবর ২০২৫ ০৩:১৫

সম্পত্তির ভাগাভাগি নিয়ে বাবার মাথায় গ‍্যাসের সিলিন্ডার মেরে খুন করল মদ্যপ ছেলে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাড়ি ভাগাভাগিকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছোট ছেলের অশান্তি চলছিল। বৃহস্পতিবার হুগলির পান্ডুয়ায় ঘটনাটি ঘটেছে।

মৃতের নাম শেখ বসির (৬৪)। হুগলির পান্ডুয়া থানা এলাকার সাতঘড়িয়ার বাসিন্দা।  বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট ছেলে মহসিন মদ‍্যপ অবস্থায় তার সঙ্গে কথা বলার জন্য আসেন। মহসিন এর দাবী ছিল, বাড়িটি তার নামে লিখে দিতে হবে। এই দাবি মেনে নেয়নি শেখ বসির। বচসায় জড়িয়ে পড়ে বাবা ও ছেলে। ঝামেলার চূড়ান্ত পর্যায় পৌঁছোয়। সেই সময় আচমকা ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে মহসিন বাবার মাথায় আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে শেখ বসির। নাক-কান দিয়ে রক্ত বের হতে শুরু করে।

স্থানীয় সূত্র জানা গেছে, শেখ বশিরের দুই ছেলে। বড় ছেলে মারা গেছে বেশ কিছুদিন আগেই। মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। মহসিন পেশায় পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে কাজ করেন। বৃহস্পতিবারই সে বাড়িতে মদ‍্যপ অবস্থায় বাড়িতে ফেরে বলে জানা গিয়েছে। বড় বৌমা ফরিদা বিবি জানান, ছোট দেওর মহসিন বাড়িতে এসে মদ্যব্য অবস্থায় গালিগালাজ করতে থাকে। প্রায়শই এরকম অশান্তি হত। হঠাৎই ডাইনিং রুম থেকে চিৎকার করে বেরিয়ে এসে তিনি দেখেন তার শশুর মাটিতে পড়ে আছে। ছেলে পালাতে চেষ্টা করলে চিৎকার চেঁচামেচিতে করতেই স্থানীয়রা মহসিনকে ধরে ফেলে। 

এর পরে শেখ বসিরকে রক্তাক্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছেন, বাবা ছেলের মধ্যে গন্ডগোল ও মারামারি হয়। তার জেরেই এই খুন। ইতিমধ্যেই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহ ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি পরিবারের অন‍্যান‍্য সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ। 


Share