ED Raid In Alleged Sand Smuggling Case

বালি পাচার মামলায় আসানসোল-সহ বেশ কয়েকটি জায়গায় ইডির অভিযান, কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটের অফিসে চলছে তল্লাশি

এর আগেও গত ৯ সেপ্টেম্বর বালি পাচার মামলার তদন্তে রাজ্যের ১৬টি জায়গায় অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই দিন, দিনভর তল্লাশি চালিয়ে বালি পাচার মামলায় অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী সৌরভ রায়ের মেদিনীপুরের বাড়ি থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল।

আসানসোলের বালি ব‍্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি অভিযান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৬ অক্টোবর ২০২৫ ০১:১০

ফের বালি পাচারকান্ডে সক্রিয় হয়ে উঠল ইডি। বৃহস্পতিবার সকালে আসানসোলে পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকেরা। আসানসোল-সহ রাজ্যের সাতটি জায়গায় ইডি তল্লাশি শুরু হয়েছে। কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটে একটি অফিসেও গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

আসানসোলের মুর্গাশোল এলাকায় মণীশ বাগারিয়া বলে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে মণীশ বালি কারবারের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি, কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটে রাজকুমার আগরওয়াল নামে এক চাটার্ড অ‍্যাকাউন্টের অফিসে তল্লাশি চলছে। এ ছাড়াও, সকাল ৬টা নাগাদ ঝাড়গ্রামের দু’টি যায়গায় পৌঁছে গিয়েছে তাঁরা। জানা গিয়েছে, লালগড়ের সিজুয়া এবং গোপীবল্লভপুরের ইডি আধিকারিকেরা দু’টি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এর আগেও গত ৯ সেপ্টেম্বর বালি পাচার মামলার তদন্তে রাজ্যের ১৬টি জায়গায় অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই দিন, দিনভর তল্লাশি চালিয়ে বালি পাচার মামলায় অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী সৌরভ রায়ের মেদিনীপুরের বাড়ি থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল বলে জানা যায়। আরেক বালি ব্যবসায়ী জাহিরুল শেখের গোপীবল্লভপুরের বাড়ি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য, ঝাড়গ্রামেও সৌরভ রায়ের দু’টি বালি খাদান রয়েছে।

বৃহস্পতিবার বালি পাচার মামলায় ইডির তদন্ত প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সব নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছে বালি মাফিয়ারা। এদের সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং পুলিশের সরাসরি যোগ রয়েছে।” শুভেন্দু আরও অভিযোগ, “একটি ঘাটের ইজারা নিয়ে ২৫টা ঘাট চালাচ্ছে। এরা সবাই তৃণমূলের লোক। এই টাকার একটা বড় অংশ কালীঘাটে পৌঁছোচ্ছে। এই সিন্ডিকেটকে ভাঙার চেষ্টা করছে ইডি।” 


Share