Kolkata Police Detained Three Accused

রাজস্থানে ব‍্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা! পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা, গ্রেফতার তিন, পলাতক এখনও এক

রাজস্থানের পুলিশ খুনের ঘটনায় অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করেছে। বর্তমানে থানায় আটক করে রাখা হয়েছে। জানা গিয়েছে, এই চার জন রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় অভিযুক্ত। তাদের নাম গণপত গুর্জর, ধর্মেন্দ্র গুর্জর, জুবের আহমেদ, মহেশ গুর্জর।

বর্তমানে তাদের ফুলবাগান থানায় রাখা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৭ অক্টোবর ২০২৫ ০৫:৪৫

রাজস্থানের ব‍্যবসায়ীকে খুন করে পালিয়ে কলকাতায় গা ঢাকা দিয়েছিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ধাওয়া করে অভিযুক্তদের পাকড়াও করেছে কলকাতা পুলিশ। পলাতক আরও এক দুষ্কৃতী। তার খোঁজে তল্লাশি চলছে। বৃহস্পতিবার রাতের ফুলবাগানে ঘটনাটি ঘটেছে। রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সল্টলেকের পূর্বাচল আবাসনে কয়েক জন বহিরাগতকে ঘোরাফেরা করতে দেখেন আবাসিকেরা। পরে তারা লক্ষ‍্য করেন তাদের সঙ্গে থাকা এক জন আবাসনের পাইপ এবং কার্নিশ থেকে নামার চেষ্টা করছে। এর পরেই ফুলবাগান থানায় খবর দেওয়া হয়। ফুলবাগান থানার টহলদারি দল ঘটনাস্থলে পৌঁছোতেই পুলিশকে দেখে দৌড় দেয় চারজন। এর পরেই বেশ কিছু ক্ষণ ধরে চলে ‘চোর-পুলিশ’ খেলা।

শেষ রক্ষা হল না। প্রথমে দু’জনকে পাকড়াও করে। পালিয়ে যায় আরও দু’জন। সেখান থেকে পালিয়ে অন্য একটি আবাসনে গা ঢাকা দিতে গেলে সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা তাড়া করে। শেষে বেঙ্গল অ‍্যাকাদেমির কাছে তাদের দু’জনের মধ্যে একজনকে ধরে ফেলে ফুলবাগান থানার হাতে তুলে দেওয়া হয়। তার পরেও পালিয়ে গিয়েছে একজন। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


পুলিশ সুত্রে খবর, তিন জনকে পাকড়াও করে ফুলবাগান থানায় নিয়ে আসা হয়। করা হয় জিজ্ঞাসাবাদ। তাদের পরিচয় জানার চেষ্টা করলে পুলিশকে বারবার বিভ্রান্ত করে তারা। শেষমেশ পুলিশ জানতে পারে, তিন জনই গুজরাতের বাসিন্দা। এমনকি রাজস্থানে এক ব্যক্তিকে খুনের অভিযোগে অভিযুক্ত। সেই রাজ্যে অপরাধ করে কলকাতায় পালিয়ে এসেছে। সুত্রের খবর, এই চার জনকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার কথা রাজস্থান পুলিশের।

লালবাজার সূত্রের জানা গিয়েছে, গোটা ঘটনাটি রাজস্থান পুলিশকে জানানো হয়েছে। রাজস্থানের পুলিশ খুনের ঘটনায় অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করেছে। জানা গিয়েছে, এই চার জন রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় অভিযুক্ত। তাদের নাম গণপত গুর্জর, ধর্মেন্দ্র গুর্জর, জুবের আহমেদ, মহেশ গুর্জর। ২২ অক্টোবর পর্যন্ত ট্রানজিট রিমান্ডে রাজস্থানে তাদের রাজস্থানে নিয়ে যাওয়া হচ্ছে।


Share