High Court On Nagrakata Case

নাগরাকাটায় বিজেপির খগেন এবং শঙ্করকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করল হাই কোর্ট, পুলিকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ বিচারপতির

গত ৬ অক্টোবর জলপাইগুড়ির নাগরাকাটার দুর্যোগকবলিত এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে বিক্ষোভের মুখে পড়েন খগেন এবং শঙ্কর। লাঠি, জুতো নিয়ে খগেন এবং শঙ্করের উপর চড়াও হয় কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়।

বিজেপির সাংসদ এবং বিধায়ককে মারধরের ঘটনায় রিপোর্ট তলব হাই কোর্টের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৪ অক্টোবর ২০২৫ ০৭:৫০

নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, দুই বিজেপি নেতার উপর আক্রমণের ঘটনায় পুলিশকে কেস ডায়েরি জমা দিতে হবে। আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত ৬ অক্টোবর জলপাইগুড়ির নাগরাকাটার দুর্যোগকবলিত এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে বিক্ষোভের মুখে পড়েন খগেন এবং শঙ্কর। লাঠি, জুতো নিয়ে খগেন এবং শঙ্করের উপর চড়াও হয় কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়। তাতেই মুখে গুরুতর আঘাত পান খগেন। বাঁ চোখের নীচ থেকে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও। তাঁরও হাতে চোট লাগে। দু’জনকেই পরে হাসপাতালে ভর্তি করানো হয়। গত বুধবার শঙ্কর ছাড়া পেলেও খগেন এখনও চিকিৎসাধীন। ওই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস জনস্বার্থ মামলা করার আবেদন করেন। মঙ্গলবারের শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে জানান, খগেন, শঙ্করের উপর ইচ্ছাকৃত ভাবে হামলা চালানো হয়েছে। খুনের চেষ্টার মামলা দায়ের হওয়া উচিত ছিল। কিন্তু পুলিশ তেমন কোনও ধারা যোগ করেনি। মামলাকারীর আইনজীবীর আদালতের কাছে আর্জি জানান, এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে দেওয়া হোক।

মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পাল এনআইএ-কে তদন্তভার দেওয়া হবে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি। শুনানি শেষে রাজ্যের কাছে ঘটনার রিপোর্ট তলব করেছেন। একই সঙ্গে পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাই কোর্ট জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে।


Share