Posting without completing the project

প্রকল্পের কাজ শেষ না করেই, কাজ শেষ হওয়ার পোস্টার! ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা

রাজ্যসরকারের নয়া প্রকল্প ' আমার পাড়া আমাদের সমাধান ' থেকে সিদ্ধান্ত হয়েছিল দিগলকান্দি ৭৭ ও ৭৮ নম্বর বুথে লাইট লাগানো হবে। সেই কাজ এখনও পর্যন্ত শুরুই হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ না করেই কাজ শেষ হওয়ার একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়

পোস্টার ঘিরে বিতর্ক।
নিজস্ব সংবাদদাতা, করিমপুর
  • শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০১:০৯

প্রকল্পের কাজ শেষ হওয়ার পোস্টার ঘিরে বিতর্ক। 'আমাদের পাড়া আমাদের সমাধান ' প্রকল্পে নদিয়া জেলার করিমপুর ২ ব্লকে দু'টি বুথ মিলিয়ে ৮৫ টি লাইট লাগানোর কথা ছিল। সেই কাজ এখনও শেষ হয়নি। অভিযোগ, গভীর রাতে কে বা কারা লাইট লাগানোর কাজ শেষ হওয়ার পোস্টার লাগিয়ে গেছে। ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। 

নদিয়া জেলার করিমপুর ২ ব্লকের দিঘোলকান্দি গ্রামের রাস্তা বহুদিন ধরেই রাতে অন্ধকারাচ্ছন্ন থাকে। রাজ্যসরকারের নয়া প্রকল্প ' আমার পাড়া আমাদের সমাধান ' থেকে সিদ্ধান্ত হয়েছিল দিগলকান্দি ৭৭ ও ৭৮ নম্বর বুথে লাইট লাগানো হবে। সেই কাজ এখনও পর্যন্ত শুরুই হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ না করেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগান একটি পোস্টার সেখানে লাগিয়ে দেওয়া হয়। সেখানে লেখা ছিল লাইট লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। 

ঘটনার জেরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আরেক স্থানীয় বাসিন্দার দাবি, এই গ্রামেরই আরেকটি রাস্তা নির্মাণের কথা ছিল। সেই রাস্তাও তৈরি হয়নি কিন্তু তৈরি হয়ে যাওয়ার পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।স্থানীয় বিজেপির নেতৃত্ব বলেন, "এই কাজ করার জন্য দু'লক্ষ টাকা সরকারের তরফ থেকে ধার্য করা হয়েছিল। কিন্তু সেই কাজ করা হয়নি। পুরো টাকাটাই আত্মসাৎ করা হয়েছে। রাতের অন্ধকারে কেউ এই কাজ করে গেছে। পঞ্চায়েত ও ব্লক অফিসে জানাব তারা ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে নামব।" 

যদিও দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্থিক চন্দ্র মন্ডল টাকা আত্মসাৎ এর অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করেছেন। তিনি বলেন, " পোস্টারটির প্রিন্টিং - এ ভুল রয়েছে। লাইট লাগানোর কাজ হবে লেখার কথা ছিল কিন্তু ভুল করে সেই কাজ হয়ে গেছে লেখা হয়েছে। সমস্ত সদস্যদের সই নিয়ে রাস্তার লাইট লাগানো দ্রুত সম্পন্ন করা হবে।"


Share