Child Abused

প্রথম শ্রেণির ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ চন্দননগরে, প্রধানশিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

আজ, সকালে চন্দননগরের স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির এক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। চন্দননগর থানার পুলিশ প্রধানশিক্ষককে আটক করেছে।

প্রথম শ্রেণির ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ প্রধানশিক্ষকের বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, চন্দননগর
  • শেষ আপডেট:১৪ জুলাই ২০২৫ ১১:৩৮

চন্দননগর পুরসভার একটি স্কুলে প্রথম শ্রেণির ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগ, স্কুলের প্রধানশিক্ষক দুই ছাত্রকে শাস্তি দেওয়ার নাম করে অন্য ঘরে নিয়ে যায়। তার পরেই এক ছাত্রকে দিয়ে অন‍্য এক ছাত্রের আপত্তিকর কাজ করানো হয়। এমনকি এই কর্মকাণ্ডের কথা যাতে বাড়ির লোকেদের না জানায়, তার জন্য প্রধানশিক্ষক ছাত্রটিকে হুমকিও দেয় বলে অভিযোগ। ছাত্রের পরিবার থানায় অভিযোগ জানিয়েছেন।

সোমবার সকালে চন্দননগর পুরসভা পরিচালিত কানাইলাল বিদ্যামন্দির স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, সকালে স্কুলে প্রথম শ্রেণির দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি করে। ক্লাসটিচার দিদিমনি দু’জনকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান। অভিযোগপত্রে পরিবারের দাবি, এর পরেই প্রধানশিক্ষক দু’জনকে একটি অন্ধকার ঘরে নিয়ে যান। সেখানে এক ছাত্রকে দিয়ে তাঁদের ছেলের সঙ্গে আপত্তিকর কাজ করান। তার পর তাঁদের পুত্রকে ভয় দেখান বাড়ির কাউকে না বলতে। এমনকি পরিবারের লোকেদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ওই ছাত্রের পরিবার।

পরিবার সুত্রের খবর, ছাত্রটির মা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্কুলে আসেন। ছুটির পরে বাড়ি যাওয়ার পথে ছাত্রটি তার মাকে ঘটনার কথা জানায়। এর পরেই কানাইলাল স্কুলে অভিভাবকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনার তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর থানার পুলিশ। প্রধানশিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিকেলের পর চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার এই বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান, “কানাইলাল স্কুলে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। একজনই প্রধান শিক্ষক আছেন স্কুলে। তার বিরুদ্ধে ওঠা ছাত্রদের সঙ্গে ঘটনা যদি সত্যি হয় পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক। কানাইলাল স্কুল শহরের অন্যতম একটি নামী স্কুল। সেখানে এই ধরনের ঘটনা অভিপ্রেত।” যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা স্বীকার করেননি। অভিভাবকেরারা অভিযুক্ত প্রধানশিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন।


Share