Howrah Fire

সাঁকরাইলের প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

আজ, শুক্রবার সন্ধ্যায় সাঁকরাইলের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। দমকল দেরিতে আসায় অভিযোগ করেছে স্থানীয়েরা।


সাঁকরাইলের প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন।
এখন কলকাতা ডেস্ক
সাঁকরাইল - নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:২১ মার্চ ২০২৫ ১২:০০

হাওড়ার সাঁকরাইলে একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। আজ, শুক্রবার সন্ধ্যায় সাঁকরাইলের শিল্পপার্কে একটি প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।? 

এ দিন সন্ধ্যায় ফুডপার্কের একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। কারখানার শ্রমিকেরা ধোঁয়া দেখতে পায়। ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয়দের দাবি, দমকল আসতে বেশ কিছু ক্ষণ দেরি হয়েছে। এর ফলে গোটা কারখানা আগুনের গ্রাসে চলে গিয়েছে। তাঁদের দাবি, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল।? 

জানা গিয়েছে, প্রথমে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে আগুন ছড়িয়ে পড়লে ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সব মিলিয়ে দমকলের মোট ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। বৃষ্টি পড়ছে। সঙ্গে দমকা হাওয়ার দাপটের জন্য আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ওই এলাকায় আশেপাশে আরও কারখানা রয়েছে। আগুন ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছে কর্তব্যরত দমকল আধিকারিকরা।? 

কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, কারখানার ভিতরে প্লাস্টিকের বিপুল পরিমাণ দ্রব্য মজুত রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। শুধু প্লাস্টিকের সামগ্রী নয়, কারখানার ভিতরে বেশ কিছু রাসায়নিক পদার্থও মজুত রয়েছে বলে জানিয়েছে শ্রমিকেরা। এক শ্রমিক বলেন, “আগুন লেগেছে দেখতে পেয়েই আমরা কারখানার বাইরে বেরিয়ে এসেছি। কেউ ভিতরে আটকে নেই।”? 


Share    

হাইলাইটস