One Lakh Rupees Siphoned By The Fraud Stars

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম করে প্রতারণা, ‘অজানা’ লিঙ্কে ক্লিক করতেই অ‍্যাকাউন্ট থেকে টাকা গায়েব! পুলিশের জালে ছ’জন

লালবাজারের এক পুলিশকর্তা জানান, “এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, এই চক্র কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে”।

এক লক্ষ টাকার বেশি অ‍্যাকাউন্ট থেকে গায়েব।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৪ অক্টোবর ২০২৫ ১২:১১

রাস্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের নাম করে প্রতারণার অভিযোগে মোট ছ’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযোগ, এক কেন্দ্রীয় সরকারি কর্মী স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নামে তৈরি ‘জাল’ অ‍্যাপ ফোনে ডাউনলোড করতেই অ‍্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়েছে গিয়েছে। এর পরেই তিনি পুলিশের দ্বারস্থ হন। রুজু করা হয় এফআইআর। 

কাশিপুর গান অ‍্যান্ড শেল কারখানার কর্মরত দিলীপকুমার সিংহের দাবি, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ‘ইয়োনো’ অ‍্যাপ নিজের ফোনে ডাউনলোড করার চেষ্টা করছিলেন। পর পর তিন দিন ধরে বারবার ডাউনলোড করার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। এর পরেই কয়েক জন অজ্ঞাত পরিচয়ে ব‍্যক্তি দিলীপকে ফোন করে। অভিযোগ, তারা নিজেদের স্টেট ব‍্যাঙ্কের কর্মী বলে পরিচয় দিয়েছিল। এর পরেই তারা দিলীপের ফোনে একটি লিঙ্ক পাঠায়। বলা হয়, এই লিঙ্ক থেকে ‘ইয়োনো’ অ‍্যাপ ডাউনলোড করে নিতে। বিশ্বাস করে দিলীপবাবু তা করেন। এর পরেই তার অ‍্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট এক লক্ষ ৩০ হাজার ৯৯৯ টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগপত্রে তিনি দাবি করেন। 

এর পরেই দিলীপ সিংহ কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করে। গত ১০ অক্টোবর সনি মান্না, অয়ুষ মিদ্যা নামে দুই বেহালার যুবককে পুলিশ গ্রেফতার করে। তারা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে। 

পুলিশ সূত্রের খবর, দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও চার জনের খোঁজ মেলে। শহরজুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। জানা গিয়েছে, গত ১৩ অক্টোবর দু’জনকে হরিদেবপুর এবং দু’জনকে রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বাবাই শীল, রাহুল গুপ্ত, পল্লব শেখ এবং অমিত কর্মকার। সোমবার তাদেরকে শিয়ালদহ কোর্টে পেশ করা হয়। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চার জনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

লালবাজারের এক পুলিশকর্তা জানান, “এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, এই চক্র কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে”। যদিও এই রকম ‘জাল’ অ‍্যাপ দ্বারা প্রতারণা রুখতে কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


Share