Body of young man recovered in Chunchura

চুঁচুড়া বাসস্ট্যান্ডে রাত থেকে পড়ে যুবকের মৃতদেহ, খবর পেয়েও থানা থেকে আসতে গরিমসি পুলিশের

বাসস্ট্যান্ড ঢোকার মুখে ওই যুবককে গতকাল রাত থেকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। আজ সকালেও স্থানীয় বাসিন্দারা যুবককে একই ভাবে মুখ থুবরে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন।

পড়ে রয়েছে দেহ, দেখছেন বাসিন্দারা।
নিজস্ব সংবাদদাতা: চুঁচুড়া
  • শেষ আপডেট:০২ জুলাই ২০২৫ ০১:১০

রাত থেকে পড়ে রয়েছে যুবকের মৃতদেহ। বাসিন্দারা দেখছেন, আলোচনা করছেন, কিন্তু কেউই কিছু করছেন না। থানায় ফোন করে খবর দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন। কিন্তু রাতে পুলিশ আসেনি। সকালে খবর দেওয়া হলে পুলিশ আসে।

হুগলির চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া টাউনগার্ড রোডে ব্যাঙ্কের সামনে এ ঘটনা ঘটেছে। বাসস্ট্যান্ড ঢোকার মুখে ওই যুবককে গতকাল রাত থেকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। আজ সকালেও স্থানীয় বাসিন্দারা যুবককে একই ভাবে মুখ থুবড়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। 

বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে,বছর ৩২-এর মৃত যুবক স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। দোকানের কারিগর রমেশ চৌধুরী জানান, “ছবিতে যুবককে দেখে চিনতে পারি। দু’তিন দিন আগে আমাদের দোকানে কাজ করছিল। আমরা তাঁকে ‘আকাশ’ নামে চিনতাম।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল সন্ধ্যায় ওই যুবককে এলাকার কয়েকজনের কাছে টাকা ধার চাইতে দেখা যায়। পরে তাঁকে মদ্যপ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতেও দেখেন অনেকে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


Share