Anarchy Inside the Court Premises

কৃষ্ণনগর আদালত চত্বরে ষাঁড়ের তাণ্ডব, বাগে আনল বন দফতর, গুরুতর জখম দু'জন

অবশেষে দমকলবাহিনীর একটি ইঞ্জিল ঘটনাস্থলে আসে। তাদের পক্ষেও প্রথমে ষাঁড়টিকে ধরা সম্ভব হয়নি। পরে বন দফতর ষাঁড়টিকে ঘুমের ইনঞ্জেকশন দিয়ে অবশেষে আয়ত্বে আনে।

আহতেরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১২:১০

কৃষ্ণনগর আদালত চত্বরে ষাঁড়ের তাণ্ডব। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। এ দিন বেলায় কৃষ্ণনগর জজ কোর্টের ভেতরে এক ষাড়ের তাণ্ডবে দু'জন ব্যাক্তি জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আহতদের নাম বরুণকৃষ্ণ দত্ত এবং দীনবন্ধু ঘোষ। বরুণবাবু আদালতের ভিতরে ক্যান্টিন চালান। তার বাড়ি কৃষ্ণনগর চাচা পাড়ায় এলাকায়। দীনবন্ধু ঘোষ নিজের কাজেই আদালতে এসেছিলেন। তিনি হরিশপুরের বাসিন্দা। এ দিন আচমকাই একটি ষাঁড় তাঁদের ওপর হামলা করে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের, বরুণকৃষ্ণ দত্তের পায়ে গুরুতর আঘাত লেগেছে। শরীরের অন্যান্য অংশেও আঘাত লেগেছে। 

এই ঘটনার খবর পেয়ে আসে কোতয়ালী থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকলবাহিনী কর্মীরা ষাঁড়টিকে নিয়ন্ত্রণে আনতে না পারায় বন দফতরকে খবর দেওয়া হয়। তাঁরা বেশ কিছু ক্ষণ দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে। অবশেষে ষাঁড়টিকে ঘুমের ইনঞ্জেকশন দিয়ে আয়ত্বে আনে। পরে ষাঁড়টিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন তাঁরা।


Share